ফাইনাল খেলতে এসে ফাইনালেই নেই জিমি নিশাম
-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
ফাইনাল খেলতে এসে ফাইনালেই নেই জিমি নিশাম
ফাইনাল খেলতে এসে ফাইনালেই নেই জিমি নিশাম
টানা দুই শিরোপা জয়ে চোখ রেখে আগে বোলিংয়ে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। কেবল ফাইনাল মাতাতে উড়ে এলেও বরিশালের সেরা একাদশে জায়গা পাননি নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। উইনিং কম্বিনেশন ভাঙেনি বরিশাল।
ফাইনালের সেরা একাদশে নিশামকে জায়গা দিতে হলে বাইরে রাখতে হত মোহাম্মদ নবীকে। বাকি বিদেশিদের পারফর্ম্যান্স দেখলে নবীর বাদ পড়ার সম্ভাবনাই বেশি ছিল। তবে এমন পথে যায়নি ফরচুন বরিশাল। যে চার বিদেশিকে নিয়ে কোয়ালিফায়ার জিতেছে, তাদের উপর ফাইনালেও আস্থা রাখছে ফ্যাঞ্চাইজি।
কেবল বিপিএল ফাইনাল খেলতেই বাংলাদেশে আসেন জিমি নিশাম। কিন্তু টিম কম্বিনেশনের কারণে নিশামকে বেঞ্চে থেকেই দেখতে হবে ফাইনাল।
টুর্নামেন্টের শুরুতে খেলে যাওয়া কাইল মায়ের্স ফরচুন বরিশালে ফিরে আসেন প্লে-অফের আগেই। শুরু থেকেই বিপিএলে থাকা ডেভিড মালান একাদশে এখন নিয়মিত মুখ। পাকিস্তানের হয়ে চারটি টেস্ট খেলা পেসার মোহাম্মদ আলির কোয়ালিফায়ারের বোলিং পারফর্ম্যান্স, ৪–০–২৪–৫।
এবারের বিপিএলে বরিশালের জার্সিতে ১০ ম্যাচ খেলা নবীর পারফর্ম্যান্স অবশ্য চোখে পড়ার মতো না। ১০ ম্যাচের মধ্যে নবী ব্যাট হাতে রান পেয়েছেন মোটে ৬৩। বোলিংয়ে শিকার করেন ৮ উইকেট।
গত মৌসুমে বিপিএল রংপুরের হয়ে খেলেছেন নিশাম। মিরপুরে ৯৭ রানের দুর্দান্ত একটি ইনিংসও আছে তার। সেই তাকেই এবার ফাইনালের জন্য উড়িয়ে আনে ফ্র্যাঞ্চাইজিটি। আগের বার রংপুরের হয়ে বিপিএল অভিষেক মাচেই নিশাম ২৬ বলে ৫ চার, ৩ ছক্কায় করেন ৫১।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
