তামিম আগের রাতেই নিশামকে বলে দেন, ‘তুমি ফাইনাল খেলবে না’
![তামিম আগের রাতেই নিশামকে বলে দেন, ‘তুমি ফাইনাল খেলবে না’](https://cricket97.com/public/storage/upload/news/original/e1bb9e99-7b85-40d8-a2e2-339d23051c2b.webp)
তামিম আগের রাতেই নিশামকে বলে দেন, ‘তুমি ফাইনাল খেলবে না’
তামিম আগের রাতেই নিশামকে বলে দেন, ‘তুমি ফাইনাল খেলবে না’
বিপিএল ফাইনালে বরিশালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে চিটাগং কিংস। ব্যাট হাতে বরিশালের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেয়ার পর শেষের দিকে বল হাতেও ম্যাচটা প্রায় আয়ত্তেই নিয়ে এসেছিল চিটাগং। তবে রিশাদ হোসেনের দুটি ছক্কায় ম্যাচটা আর রক্ষা করা যায়নি। শিরোপা জেতায় অনেকের ই ছিলো অবদান। তবে তামিম ইকবালের কাছে রিশাদের মারা দুটি ছক্কাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, "অনেক জনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি কিন্তু রিশাদের দুইটা ছয় ছিল টার্নিং পয়েন্ট।"
এদিন ওপেনিংয়ে নেমে ২৮ বলে ৩২ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এক প্রান্তে তামিম ইকবাল বাউন্ডারি মারলেও অন্যপ্রান্তে সিঙ্গেলস, ডাবলসের উপর ভর করে চলছিলেন হৃদয়। তামিম জানালেন হৃদয়ের এমন ইনিংসেই তার কাজ টা সহজ হয়েছে।
"ভালো শুরু পেয়েছি, হৃদয়কে অনেক কৃতিত্ব দিতে চাই। প্রশ্ন উঠতে পারে, হৃদয় এভাবে খেলেছে কেন? আসলে হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি সেভাবে খেলতে পেরেছি। আমি কুইক শুরু পেলে ছন্দটা হারাতে চাই না। আমি তাকে বলছিলাম কানেক্ট না করতে পারলেও সমস্যা নেই সিঙ্গেল নিয়ে আমাকে দাও। আমি হ্যান্ডেল করব। বিনুরা প্রথম দুই ওভারে মনে হয় না ১০-১২ রানের বেশি দিয়েছে। আমি ভালো ফিল করছিলাম।"
মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবী দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়েছিলো ফরচুন বরিশাল। সেই মুহুর্তে মাথা কাজ করছিলোনা অধিনায়কের। "রিয়াদ ভাই আর নবি আউট হওয়াতে একটু ভয় পাচ্ছিলাম। ৯, ১০ এ কারে পাঠাবো বুঝতে পারছিলাম না। প্রথম ছক্কা গেইম চেঞ্জার ছিল। এটাই মূল কারণ রিশাদকে ব্যাক করা সবসময়। তার ব্যাটিংটাও অনেক গুরুত্বপূর্ণ।"
ফাইনালের জন্য জিমি নিশামকে দলে নিলেও তাকে খেলানো হয়নি। এ ব্যাপারে তামিমের ভাষ্য, "না না আমি ক্লিয়ার ছিলাম। নিশামকে আফ্রিকা থেকে ফ্লাই করে এনে ম্যাচ পেমেন্ট দিয়ে খেলাতে হত, যদি শুধুমাত্র ইঞ্জুরি থাকতো। আমাদের দল যেটা আছে বিদেশি কেউ ইঞ্জুরড হলে কেউ ছিল না খেলানোর মত। বিপিএলের যেকোনো দলেই সে খেলতে পারে। ৭-৮টা ম্যাচ যে প্লেয়াররা খেলেছে। উইকেট, প্রতিপক্ষ জানে সব। আমি মন থেকে ক্লিয়ার ছিলাম। নিশামকে কালকেই বলে দিয়েছিলাম, যে তুমি খেলবে না।"