হঠাৎ অবসরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কাস স্টয়নিসের
হঠাৎ অবসরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কাস স্টয়নিসের
হঠাৎ অবসরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা মার্কাস স্টয়নিসের
হুট করেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। সুতরাং আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না এই ক্রিকেটারের। অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন স্টয়নিস নিজেই।
অবসর প্রসঙ্গে স্টয়নিস বলেন, "অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা একটি অসাধারণ যাত্রা ছিল। আমি সব মুহূর্তের জন্য কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়, যা আমি সব সময় মনে রাখবো।"
কোচ এবং দলের প্রতি সমর্থন জানিয়ে এই অলরাউন্ডার আরো বলেন,"এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি মনে করি, এটি সঠিক সময় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর। আমি এখন আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। তার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। পাকিস্তানে (অস্ট্রেলিয়া) দলের জন্য আমি সমর্থন জানিয়ে যাবো।"
অস্ট্রেলিয়ার হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্টয়নিসের অবসরের প্রসঙ্গে বলেন, "স্টয়নিস গত এক দশকে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে শুধু অমূল্য খেলোয়াড়ই নন, দলে একজন অসাধারণ মানুষও। তার নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তার ওয়ানডে ক্যারিয়ার ও সব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।"
৩৫ বছর বয়সী স্টয়নিস এখন খেলবেন শুধু টি-টোয়েন্টি ক্রিকেট। তার ক্যারিয়ারে ৭১টি ওয়ানডে ম্যাচে করেছেন ১৪৯৫ রান। এবং বল হাতে ৪৩.১২ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন স্টয়নিস।