Image

দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 21 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচের সব টিকিট শেষ

এই ফেব্রুয়ারি মাসেই শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। আইসিসির ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরুহওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোল্ড আউট বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট। ১০০ টিকিট বাকি কেবল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের, যা অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। সব টিকিট মুহূর্তের মধ্যে নিঃশেষ।

দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ২৫০ আরব-আমিরাত দিরহাম, আর সর্বোচ্চ ১২ হাজার ৫০০ দিরহামের দ্য গ্র্যান্ড লাউঞ্জ প্যাকেজ। আইসিসি তাদের অনলাইন ওয়েবসাইটে টিকিট বিক্রির জন্য ছাড়তে দুই ঘন্টার মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। দুই প্রতিবেশী দেশ বিশ্বের যে প্রান্তেই খেলুক না কেন, সেই ম্যাচের দিকেই নজর থাকে সবার। এ বার তার ব্যতিক্রম নয়। 

সংযুক্ত আরব-আমিরাতে অবস্থানরত ক্রিকেটপ্রেমীরা ইঙ্গিত দিলেন যে, বাংলাদেশ-ভারত লড়াই দেখতে কীরকম মুখিয়ে রয়েছেন সকলে। আইসিসি এই ম্যাচের টিকিটের পাশে সোল্ড আউট লিখে দিয়েছে। এ তো গেল দুবাইয়ের খবর; রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রিও প্রায় শেষ। এই রিপোর্ট লেখা অবদি বাকি কেবল ভিআইপি গ্যালারির ১০০টি টিকিট, যার মূল্য ১৮০০০ হাজার পাকিস্তানি রুপি। সাধারণ দর্শকের জন্য টিকিট আর নেই। সব শেষ হয়ে গিয়েছে।

তবে গ্রুপ পর্বে বাংলাদেশের আরেকটি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচটিও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে, তাই আগ্রহ নেই বাংলাদেশি ও পাকিস্তানি স্থানীয় দর্শকদের। এখনও বিক্রির বাকি ২৫০০ এর বেশি টিকিট।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। 

রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three