Image

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাইম আইয়ুব

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাইম আইয়ুব

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাইম আইয়ুব

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত সাইম আইয়ুব

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছে পাকিস্তানের ক্রিকেটার সাইম আইয়ুবের। ইনজুরি থেকে সেরে উঠতে এখনও অন্তত আরও পাঁচ সপ্তাহ সময় লাগবে আইয়ুবের। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শুক্রবার এক বিবৃতিতে পিসিবি জানায়, "ডান পায়ের গোড়ালির ফ্র্যাকচারে সাইমের উন্নতি আশাব্যঞ্জক। সে ইংল্যান্ডেই আছে, সেখানেই তার বাকি পুনর্বাসন চলবে। পাঁচ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় পাওয়া চোটের কারণে সব মিলিয়ে তাকে ১০ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে।"

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন সাইম। ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। সাইমকে সেখান থেকেই চিকিৎসার জন্য পাঠানো হয় লন্ডনে। আর এখন নিউজিল্যান্ডে পাকিস্তানের সাদা বলের সিরিজেও তার খেলা অনিশ্চিত।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তানের নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three