বিপিএলে সবার সেরা কারা?
![বিপিএলে সবার সেরা কারা?](https://cricket97.com/public/storage/upload/news/original/d5016258-189c-4607-961d-5b9861c85bd4.webp)
বিপিএলে সবার সেরা কারা?
বিপিএলে সবার সেরা কারা?
এক মাসের বেশি লম্বা সময়ের টুর্নামেন্ট শেষে তামিম ইকবালের মুখে শেষ হাসি। ফরচুন বরিশালের শিরোপা জয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। প্রত্যাবর্তনের বিপিএলেও রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হচ্ছে চিটাগং কিংসকে। বিপিএল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানা গেছে কোন পুরস্কার কার হাতে উঠেছে, কে পেলেন কত টাকা।
এবারের বিপিএলে রাজত্ব দেখিয়েছে বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা। সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ উইকেট, সেরা ফিল্ডার; সবকিছুতেই দেশি খেলোয়াড়দের নাম। ২৪ বলে ফিফটি করে ফাইনাল সেরা হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্লেয়ার অব দ্য ফাইনালের পুরস্কার হিসেবে তিনি পেলেন ৫ লাখ টাকা।
অলরাউন্ড পারফর্ম্যান্সের সাথে অসাধারণ ক্যাপ্টেন্সিতে খুলনা টাইগার্সের মেহেদী হাসান মিরাজ পেলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। ব্যাট হাতে ৩৫৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নিয়েছেন মোট ১৩ উইকেট। টুর্নামেন্টের সেরার ১০ লাখ টাকা এসেছে মিরাজের হাতে।
ব্যাট হাতে নতুন কামব্যাকের গল্প লিখেছেন মোহাম্মদ নাইম শেখ। খুলনা টাইগার্সের এই ওপেনার ১৪ ম্যাচে ৪২.৫৮ গড়ে রান করেছেন মোট ৫১১। তিন ফিফটির সাথে একটি সেঞ্চুরি হাঁকিয়ে খেলেছেন ১১১ রানের হার-না-মানা ইনিংস। তিনিই এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুইয়ে থাকা তানজিদ তামিমের রান সংখ্যা ৪৮৫। সর্বোচ্চ রান সংগ্রাহক নাইমের হাতে উঠেছে ৫ লাখ টাকা।
২৫ উইকেট নিয়ে সবার ওপরে তাসকিন আহমেদ। বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। তিনি রেকর্ড গড়লেও তার দল দুর্বার রাজশাহী ছিটকে যায় লিগ পর্বেই। ফলে ফাইনালের দিন মাঠে আসেননি তাসকিন, তার হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ও প্রাইজমানি গ্রহণ করেন জাতীয় দলের সতীর্থ এবাদত হোসেন।
ফরচুন বরিশালের জার্সিতে উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিম পুরো আসর জুড়ে ১৪টি ডিসমিসাল করে পেয়ে গেছেন টুর্নামেন্ট সেরা ফিল্ডারের সম্মান। প্রাইজমানি পেলেন ৩ লাখ টাকা। ঢাকা ক্যাপিটালস এই বিপিএলে নিষ্প্রভ থাকলেও আলো ছড়িয়েছেন তাদের ওপেনার তানজিদ হাসান তামিম। ৪ ফিফটি ও ১ সেঞ্চুরিতে টুর্নামেন্টে ৪৮৫ রান করেছেন তানজিদ। এবারের বিপিএলে সবচেয়ে বেশি ৩৬ ছক্কা আসে তার ব্যাট থেকেই, তামিমকে বেছে নেওয়া হল টুর্নামেন্ট সেরা উদীয়মান ক্রিকেটার। উদীয়মানের পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ লাখ টাকা।
২০২৫ বিপিএল শেষে সেরা কারা-
ম্যান অব দ্য ফাইনাল- তামিম ইকবাল
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- মেহেদী হাসান মিরাজ
সর্বোচ্চ রান সংগ্রাহক- মোহাম্মদ নাইম শেখ
সর্বোচ্চ উইকেট শিকারি- তাসকিন আহমেদ
সেরা ফিল্ডার- মুশফিকুর রহিম
ইমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট- তানজিদ হাসান তামিম