Image

বলের আঘাতে রক্ত ঝরছে রাচিন রবীন্দ্রের মাথা থেকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বলের আঘাতে রক্ত ঝরছে রাচিন রবীন্দ্রের মাথা থেকে

বলের আঘাতে রক্ত ঝরছে রাচিন রবীন্দ্রের মাথা থেকে

বলের আঘাতে রক্ত ঝরছে রাচিন রবীন্দ্রের মাথা থেকে

নিউজিল্যান্ডের দেওয়া ৩৩১ রানের টার্গেট টপকাতে নেমে পাকিস্তানের ইনিংসে তখন ৩৭.৩ ওভার; খুশদিল শাহর উড়িয়ে দেওয়া বল ক্যাচ নিতে গিয়ে হাতে রাখতে পারেননি ফিল্ডার রাচিন রবীন্দ্র। সোজা তার মাথায় আঘাত লাগে বলের, মুহূর্তেই রক্তক্ষরণ।

লাহোরের সদ্য উদ্বোধন করা গাদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে নেমেই ইনজুরড কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র। ক্যাচ নিতে গিয়ে বল দেখতে পারেননি রাচিন, চোখের উপরের অংশে সোজা আঘাত লাগে। আর তাতে মুহূর্তেই মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। এরপর দ্রুতই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।  

পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৩৭.৩ ওভারে খুশদিল শাহ মাইকেল ব্রেসওয়েলকে স্লগ-সুইপ করার পরে রাচিন বাউন্ডারি লাইন থেকে এগিয়ে ক্যাচ লুফে নেওয়ার পজিশনে দাঁড়ান। কিন্তু বল তিনি হাতে আর জমা করতে পারেননি। যা আঘাত করে তার চোখের উপরের অংশে। 

বল মাথায় আঘাত লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন রাচিন, রক্ত বেয়ে পড়তে থাকে নিচে। স্ট্রেচার পর্যন্ত নিয়ে আসা হয় মাঠে। মাথায় তোয়ালে চেপে তাকে নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান পাকিস্তানের পুলিশ ও নিউজিল্যান্ড দলের চিকিৎসক। আপাতদৃষ্টিতে, ফ্লাডলাইটের কারণেই বলের সাথে যোগাযোগ হারিয়েছিলেন রাচিন। মূলত নতুন করে সাজানো লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলোক সমস্যায় বল দেখতে সমস্যায় পড়েন ম্যাচ খেলতে নামা ক্রিকেটাররা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three