ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে চিটাগং
ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে চিটাগং
ফাইনালে যাওয়ার মিশনে আগে বোলিংয়ে চিটাগং
রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ার হারের পরও ফাইনালের যাওয়ার সুযোগ চিটাগং কিংসের। খুলনা বা চিটাগং; জিতলেই ফাইনালের মঞ্চে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে। টস জিতলেন কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন, খুলনাকে পাঠালেন আগে ব্যাটিংয়ে।
রংপুর রাইডার্সকে রীতিমতো ধসিয়ে দিয়ে ৯ উইকেটে ম্যাচ জিতে গেছে খুলনা টাইগার্স। ফাইনালে ওঠার আরেকটি সুযোগ তাদের সামনে। আজ সন্ধ্যার ম্যাচে (দ্বিতীয় কোয়ালিফায়ার) চিটাগং কিংস দলের সঙ্গে ফাইনালে যাওয়ার লড়াই।
দারুণ এক জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটা খুলনা টাইগার্স সেরা একাদশ রেখেছে অপরিবর্তিত। আগের ম্যাচ ফরচুন বরিশালের কাছে হারলেও শিরোপা নির্ধারণী মঞ্চে থাকার আরেকটি সুযোগ কাজে লাগাতে প্লেয়িং ইলেভেন এক পরিবর্তন এনেছে চিটাগং কিংস। হাতে চোট পাওয়া হায়দার আলির জায়গায় খেলছেন পেস বোলিং অলরাউন্ডার হোসাইন তালাত।
এবারের বিপিএলের লিগ পর্বে খুলনা-চিটাগংয়ের আগের দুই দেখায় জয় পেয়েছে দুই দলই। প্রথম ম্যাচে খুলনা টাইগার্স ২০৩ রান সংগ্রহ করে ম্যাচ জিতে ৩৭ রানে। পরের দেখায় চিটাগং কিংস আগে ব্যাটিংয়ে নেমে রান করে ২০০, এই ম্যাচে খুলনার পরাজয় ৪৫ রানের।
চিটাগং কিংস একাদশ-
খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হোসাইন তালাত, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।
খুলনা টাইগার্স একাদশ-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, অ্যালেক্স রস, আফিফ হোসেন, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, মোহাম্মদ নওয়াজ, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুশফিক হাসান।