‘হেটমায়ের শো’ দেখা গেল মিরপুরে; তবুও খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ
‘হেটমায়ের শো’ দেখা গেল মিরপুরে; তবুও খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ
‘হেটমায়ের শো’ দেখা গেল মিরপুরে; তবুও খুলনার চ্যালেঞ্জিং সংগ্রহ
দারুণ এক জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কাটে খুলনা টাইগার্স। ফাইনালে উঠার সুযোগ তৈরি করতে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ করতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। শিমরন হেটমায়েরের ব্যাটিং তাণ্ডবের পরও ১৬৩ রানে থামে খুলনার ইনিংস।
টসে জিতে বোলিং নেওয়া চিটাগং কিংস শুরুতেই দেখায় দাপট। খুলনা টাইগার্সের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ আর মোহাম্মদ নাইম শেখ প্রথম ওভার থেকে পান কেবল ১ রান। বিনুরা ফার্নান্দো প্রথম ওভারে ১ রান খরচ করলেও নিজের পরের ওভারে এসে করেন বড় বাজিমাত। খুলনার ক্যাপ্টেন মিরাজকে বোল্ড করে ওভার নেন মেডেন।
আলিস আল ইসলাম অ্যাকশনে এসেই তুলে নেন তিনে নেমে ধুঁকতে থাকা অ্যালেক্স রসকে। ৬ বল খেলা রস শূন্য হাতে ফিরে যান প্যাভিলিয়নে। আলিস নিজের ডেলিভারিতে ফিরতি ক্যাচ বানান রসকে। দ্রুত দুই উইকেট হারানোর ফলে খুলনার রানের চাকায় গতি কমে। মোহাম্মদ নাইম শেখ ধীরগতির ব্যাটিংয়ে থিতু হওয়ার চেষ্টা চালান।
কিন্তু পাওয়ার প্লের পর নাইমকেও ফিরতে হয় প্যাভিলিয়নে। ১৯ রান করা নাইম বল খেলেন ২২টি। গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে স্বস্তি দেওয়ার বদলে ব্যর্থ হন আফিফ হোসেনও। বাউন্ডারি বিহীন ১৪ বলের ইনিংসে আফিফ রান করতে পারেন কেবল ৮। ৪২ রানে ৪ উইকেট হারানোর পর অবশ্য ঘুরে দাঁড়ায় খুলনা টাইগার্স।
মাহিদুল ইসলাম অংকনের সঙ্গী হন শিমরন হেটমায়ের। আগের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও আজ দলকে বিপর্যয় থেকে টেনে তোলার কাজটা করেন দারুণভাবে। বিনুরাকে ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ফিফটি পূর্ণ করেন হেটমায়ের। এর মাঝে ৩ ছক্কা ও ১ চারে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে উইকেট হারান মাহিদুল অংকন।
ফিফটির পর যেন আরও ভয়ংকর হয়ে উঠেন হেটমায়ের। অপর প্রান্তে দাঁড়িয়ে জেসন হোল্ডার দেখছিলেন হেটমায়ের শো। প্রথম ৩ ওভারে কেবল ৬ রান খরচা করা চিটাগং কিংসের পেসার বিনুরা ফার্নান্দো নিজের শেষ ওভার করতে শিমরন হেটমায়েরের ঝড়ের সামনে রান দেন ২১। তবে শেষ ডেলিভারিতে হেটমায়েরকে ক্যাচ বানিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান বিনুরা।
৩৩ বলে ৬৩ রান নিয়ে শিমরন হেটমায়ের যখন প্যাভিলিয়নে ফেরেন খুলনার রান তখন ১৯ ওভারে ১৪৬।
রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে আসে খুলনা টাইগার্স। প্রথম কোয়ালিফায়ার হারের পরও ফাইনালের যাওয়ার সুযোগ চিটাগং কিংসের। খুলনা বা চিটাগং; জিতলেই ফাইনালের মঞ্চে ফরচুন বরিশালের প্রতিপক্ষ হবে।