Image

বিপিএলে ইতিহাস গড়ে দলকে ফাইনালে তুলে খুশি মোহাম্মদ আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএলে ইতিহাস গড়ে দলকে ফাইনালে তুলে খুশি মোহাম্মদ আলি

বিপিএলে ইতিহাস গড়ে দলকে ফাইনালে তুলে খুশি মোহাম্মদ আলি

বিপিএলে ইতিহাস গড়ে দলকে ফাইনালে তুলে খুশি মোহাম্মদ আলি

বিপিএলে প্রথম বোলার হিসেবে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি। এবারের বিপিএলে শুরু থেকে থাকলেও একাদশে সুযোগ মিলছিল না এই পেসারের। প্লে-অফে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করে শিকার করেছেন ৫ উইকেট।

নিজের পারফরম্যান্সে কেমন লাগছে? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলি বলেন, "আমি আমার সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি বিশ্বাস করি আমি খেলি বা না খেলি দলের সুবিধা দেখতে হবে। আমি এটাও বিশ্বাস করি সুযোগ না পেলেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি সুযোগ পান কিন্তু প্রস্তুত নন, তাহলে তো হলো না। ফলে আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আমার সময়মতো পারফরম্যান্সের জন্য। গুরুত্বপূর্ণ মূহূর্তে এমন পারফরম্যান্স এসেছে, ফলে আমি খুশি।"

বিপিএলে অসাধারণ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে ৩ পাকিস্তানি ক্রিকেটার। তারা হলেন উসমান খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ। তাদের নিয়ে এবং পাকিস্তানিরা দেখে বিপিএল দেখে কিনা এর উত্তরে তিনি বলেন,

"প্রথম কথা অভিনন্দন ৩ ক্রিকেটারকে যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে। পাকিস্তানে যেকোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভাইভ ভালো। প্রথমবার বিপিএলে খেলছি। দারুণ উপভোগ করছি এখানে।"

মোহাম্মদ আলি মূলত একজন টেস্ট বোলার। পাকিস্তানের হয়ে খেলেছেন ৪ টি টেস্ট। তবে খেলেননি কোনো টি-টোয়েন্টি। কিন্তু আলী মনে করেন টেস্টে ভালো করলে সব ফরম্যাটে বল করা সহজ।

"আসলে আমি সবসময় বলি টেস্ট এবং ৪ দিনের খেলা হচ্ছে সবচেয়ে কঠিন। কেউ টেস্টে ভালো করলে বাকি ফরম্যাট সোজা হয়ে যায়। আপনি বলতেই পারেন টি-টোয়েন্টি ভ্যারিয়েশনের খেলা। ৪ দিনের খেলাতে কন্ডিশন যেমনই থাকুক ভালো জায়গায় বল করে যেতে হয়। শর্টার ফরম্যাট অনেক সহজ হয়ে যাবে তাদের জন্য যারা ৪ দিনের খেলায় ভালো করে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three