চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা, নেই ভারতের কেউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা, নেই ভারতের কেউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা, নেই ভারতের কেউ
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আছেন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের জন্য ম্যাচ অফিসিয়ালদের ১২ জনের প্যানেল সাজানো হয়েছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতকে রেখে।
আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করে। যেখানে ১২ জন আম্পায়ার ও ৩ ম্যাচ রেফারি। তবে চমক করার মতো বিষয়; আইসিসির প্রকাশিত তালিকায় ভারতীয় কোনো আম্পায়ার নেই।
আইসিসির এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে আম্পায়ারিং প্যানেলে থাকছেন কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, পল রাইফেল, মাইকেল গফ, জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি, অ্যালেক্স হোয়ার্ফ, আদ্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা ও রড টাকার।
দায়িত্ব পাওয়া ৩ ম্যাচ রেফারি হলেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট। তাঁরা সবাই আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য।
ভারতে হওয়া সবশেষ আইসিসি ইভেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পরিচালনায় যারা-
আম্পায়ার-শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন
ম্যাচ রেফারি-ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট।