টি-টোয়েন্টিতে রাশিদ খানই ‘বস’, সহজেই ভাঙলেন ব্রাভোর রেকর্ড
-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
3
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
4
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
-
5
উইকেট নয়, নিজেদের দুর্বলতা স্বীকার উইন্ডিজ কোচ স্যামির
টি-টোয়েন্টিতে রাশিদ খানই ‘বস’, সহজেই ভাঙলেন ব্রাভোর রেকর্ড
টি-টোয়েন্টিতে রাশিদ খানই ‘বস’, সহজেই ভাঙলেন ব্রাভোর রেকর্ড
এবার ডোয়াইন ব্রাভোর রেকর্ড ভাঙলেন রাশিদ খান। স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন রাশিদ খানের দখলে, যা এতদিন ছিল ডোয়াইন ব্রাভোর নামে।
মঙ্গলবার সাউথ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের দুনিথ ওয়েল্লালাগেকে আউট করে ডোয়াইন ব্রাভোর রেকর্ড ভাঙেন রাশিদ খান। এখন তার নামের পাশে উইকেট সংখ্যা ৬৩৩। এই ফরম্যাটে খেলেছেন ৪৬১ ম্যাচ।
অন্যদিকে স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ৫৮২ ম্যাচ খেলে পেয়েছেন ৬৩১ উইকেট। যা ম্যাচের দিক থেকে রাশিদের থেকে ১২১টি বেশি।
রেকর্ড গড়ার পর ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিদ খান বলেন, "এটি দারুণ এক অর্জন। যদি ১০ বছর আগে আমাকে জিজ্ঞেস করতেন, আমি এখানে পৌঁছাতে পারব কিনা, আমি বলতাম আমি এ নিয়ে ভাবি না। আফগানিস্তানের কারো এই স্তরে পৌঁছানো সত্যিই গর্বের। ব্রাভো টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার।"
রাশিদ খান আরো বলেন, "এটা একটি বিশাল সম্মান এবং আমি ভবিষ্যতে আরো ভালো করতে চাই।"
