স্যাম কনস্টাস ডব্লিউটিসি ফাইনালে ওপেন করবেন; হেডের আশা
-
1
আইপিএল নিলামে নাম ডাকাই হয়নি পাঁচ বাংলাদেশির, তাসকিনকে নিতে আগ্রহ ছিল না কারও
-
2
নিলাম শেষে এক নজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
-
3
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশের যুবারা, সেমিতে প্রতিপক্ষ পাকিস্তান
-
4
ক্যারির শতকে ভর করে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার লড়াই, প্রথম দিনে ৩২৬-৮
-
5
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
স্যাম কনস্টাস ডব্লিউটিসি ফাইনালে ওপেন করবেন; হেডের আশা
স্যাম কনস্টাস ডব্লিউটিসি ফাইনালে ওপেন করবেন; হেডের আশা
শ্রীলঙ্কা টেস্টে নিজের জায়গা হারিয়েছেন ওপেনার স্যাম কনস্টাস। তার জায়গায় ব্যাট করেছেন ট্রাভিস হেড। তবে সেই ট্রাভিস হেডই বলছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওপেন করবে স্যাম কনস্টাস।
এ ব্যাপারে ট্রাভিস হেডের ভাষ্য, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খুব সম্ভবত আমি মিডল অর্ডারে ফিরে যাব এবং স্যাম কনস্টাস ওপেন করবে। কিন্তু আমি খুশি যে, আমি নির্বাচক নই। জশইংলিসেরশুরুটা দারুণ হয়েছে, ছেলেরা ভালো খেলছে, ক্যামেরন গ্রিন ফিট থাকবে। তাই তাদের সবাইকে একাদশে জায়গা দেওয়া কঠিন হবে। আমার মনে হয় আমরাও এটাই চাই। আমরা এমন একটি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল চাই, যেখানে জায়গা পাওয়া কঠিন।”
তিনি আরো বলেন, “আমরা যতটুকু জানি তা হলো, দলের বাইরে থাকা খেলোয়াড় এবং দলে থাকা খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স আশা করে। আর সেখান থেকেই চাপ আসে, প্রতি টেস্টে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করা, এটা জেনে যে পেছনে কেউ অপেক্ষায় আছে। আমরা একটি শক্তিশালী অবস্থানে আছি। তিন বা চার জনের চেয়ে সাত বা আট জন ব্যাটসম্যান নিয়ে আলোচনা করাটা ভালো।”
উল্লেখ্য, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং করে আলোচনায় আসেন স্যাম কনস্টাস। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ইংল্যান্ডের লর্ডসে। সেখানে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
