Image

বিপিএল পিকনিকে এসে আনন্দ পেয়েছেন অ্যানিউরিন ডোনাল্ড!

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিপিএল পিকনিকে এসে আনন্দ পেয়েছেন অ্যানিউরিন ডোনাল্ড!

বিপিএল পিকনিকে এসে আনন্দ পেয়েছেন অ্যানিউরিন ডোনাল্ড!

বিপিএল পিকনিকে এসে আনন্দ পেয়েছেন অ্যানিউরিন ডোনাল্ড!

আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিড সকালে ঢাকায় এসে দুপুরে ম্যাচ খেলেন মিরপুরে। কিন্তু, অ্যানিউরিন ডোনাল্ড! প্রথমবারের মতো এই তরুণ ইংলিশ ব্যাটার আসেন বাংলাদেশে, বিপিএলে অভিষেক তো দূরে... একবার কেবল মাঠে নামার সুযোগ নিয়ে ফিরছেন নিজ দেশে। খেলার বদলে কেবল টিম হোটেল-মাঠ ঘুরে-ফিরেই যেন বাংলাদেশ ছাড়লেন ডোনাল্ড। 

প্লে-অফের আগে দলের শক্তি বাড়াতে রংপুর রাইডার্স টি-টোয়েন্টির ৩ বড় নামের সাথে যুক্ত করেন ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ডকেও। রংপুর ফ্র্যাঞ্চাইজি অ্যানিউরিন ডোনাল্ডের বিপিএলে আসা প্রসঙ্গে কিছু না জানালেও তার কাউন্টি দল ডার্বিশায়ার নিশ্চিত করে বিপিএল খেলতে আসার কথা। 

ইংল্যান্ডের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাতে অ্যানিউরিন আসেন বাংলাদেশে। খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকেও উড়িয়ে আনে ফ্র্যাঞ্চাইজিটি। চারজনই সকালে ঢাকায় এসে পৌঁছান। বাকি ৩ জন সেরা একাদশে সুযোগ পেয়ে পুরোপুরিভাবে ব্যর্থ হন। 

আর অ্যানিউরিন ডাগ আউটে বসেই কাটিয়ে দেন একদিনের মিরপুর হোম অব ক্রিকেট ভ্রমণের পুরোটা সময়। শক্তিশালী ব্যাটিং অ্যাটাক নিয়েও শেষ পর্যন্ত ৮৫ রানে থামে রংপুরের ইনিংস। যা বিপিএল প্লে-অফ ইতিহাসেরই সবচেয়ে কম সংগ্রহ। খুলনা ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে। বিপরীতে, টানা পাঁচ পরাজয়ে বিপিএল থেকে রংপুর রাইডার্সের বিদায়। 

২৮ বছর বয়সী অ্যানিউরিন ডোনাল্ডের এখনও ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়নি। ইংল্যান্ডের ঘরোয়া পর্যায়ে খেলেছেন ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যার মধ্যে ৭৩ ইনিংসে রান করেছেন মোট ১৩৪০। পেয়েছেন ৮টি অর্ধশতকের ইনিংসও, ডোনাল্ডের স্ট্রাইকরেটও চোখে পড়ার মতো ১৪৪.৭০। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three