Image

আইপিএল আর পিএসএল যেনো ভিডিও গেমস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল আর পিএসএল যেনো ভিডিও গেমস

আইপিএল আর পিএসএল যেনো ভিডিও গেমস

আইপিএল আর পিএসএল যেনো ভিডিও গেমস

গতরাতে দুই দেশের দুই ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা গেছে রান বন্যা, আইপিএলের মতো পিএসএলও যেনো রূপ নেয় ভিডিও গেমসে। পিএসএলে প্রথমবারের মতো দুইশ রান তাড়া করতে পারল করাচি কিংস। মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ছাপিয়ে করাচির জয়ের নায়ক জেমস ভিন্স। আর আইপিএলে ২৪৬ রান তাড়া করে জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। মাত্র ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে  হায়দ্রাবাদের জয়ের নায়ক অভিষেক শর্মা।

শনিবার রাতের আইপিএলের মতোই পাকিস্তান সুপার লিগের ম্যাচও হল হাই-স্কোরিং। আইপিএলে গতরাতের ম্যাচে ১৪১ রানের ইনিংস খেলে সানরাইজার্স হায়দ্রাবাদের জয়ের নায়ক অভিষেক শর্মা। তার ১৪১ রানের আগ্রাসী ইনিংসই ম্যাচের রং বদলে দিল। পাঞ্জাবের ৬ উইকেটে ২৪৫ রানের জবাবে হায়দ্রাবাদ ৯ বল বাকি থাকতে করল ২ উইকেটে ২৪৭। 

উড়ন্ত শুরু করেন হায়দ্রাবাদের ২ ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। পাঞ্জাব কিংসের বোলারদের তুলোধুনো করে টর্নেডোর গতিতে রান তুলতে থাকেন এই দুই ওপেনার। অভিষেকের সঙ্গে শুরুতে ভাল সঙ্গ দেন হেড। তিনি করেন ৩৭ বলে ৭৭ রান। মারেন ৯টি চার এবং ৩টি ছয়। তাঁদের প্রথম উইকেটের জুটিতে ওঠে ১২.২ ওভারে ১৭২ রান। তাতেই হায়দ্রাবাদের জয়ের ভিত তৈরি হয়ে যায়। 

অপরদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার মুলতানকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস। ২৩৫ রানের লক্ষ‍্য তারা ছুঁয়ে ফেলেছে চার বল বাকি থাকতে। চারটি ছক্কা ও ১৪ চারে ৪৩ বলে ১০১ রানের টর্নেডো ইনিংস খেলেন জেমস ভিন্স। ৩৭ বলে চার ছক্কা ও পাঁচ চারে খুশদিল শাহ করেন ৬০ রান।

এর আগে টস হেরে ব‍্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান সুলতান। ওপেনিংয়ে নেমে পাঁচ ছক্কা ও নয় চারে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

Details Bottom