করাচি কিংসে লিটন দাসের বদলি অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমট

করাচি কিংসে লিটন দাসের বদলি অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমট
করাচি কিংসে লিটন দাসের বদলি অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমট
লিটন দাসের পিএসএল মিশন শেষ, দেশে ফিরছেন ইনজুরিতে পড়ে। এর মাঝেই করাচি কিংস ফ্র্যাঞ্চাইজি বিকল্প খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার বেন ম্যাকডারমট করাচির স্কোয়াডে লিটনের বদলি।
বেন ম্যাকডারমট এবং পাকিস্তান অনূর্ধ্ব-১৯ অধিনায়ক সাদ বেগকে দলে নিয়েছে করাচি কিংস। ম্যাকডারমট বাংলাদেশের লিটন দাসের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি করাচি কিংসের প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় আঘাতের কারণে বাদ পড়েছেন।
এছাড়াও, করাচি কিংস কেন উইলিয়ামসনের আংশিক বদলি হিসেবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান সাদ বেগকে বেছে নিয়েছে। নিউজিল্যান্ডের এই তারকা টুর্নামেন্টের করাচি লেগে খেলতে পারবেন না।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর ১ম ম্যাচে আজ (১২ এপ্রিল) রাত ৯টায় মাঠে নামবে করাচি কিংস। ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে, বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। আঙুলের চোটে ছিটকে গেছেন লিটন দাস, শেষ হয়ে গেছে তাঁর এবারের পিএসএল মিশন—এক বল মাঠে নামার আগেই।
অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার।
৩০ বছর বয়সী লিটন দাস এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অংশ নিলেও এখনো পর্যন্ত পিএসএলে অভিষেক হয়নি তাঁর। এবারে করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি বিসিবির কাছ থেকে গোটা আসরের জন্য এনওসিও পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে একটি ম্যাচও খেলা হলো না তাঁর।