Image

আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ফিলিপস। গুজরাট টাইটান্সের এই কিউই অলরাউন্ডার আকস্মিকভাবে দল ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন বলে জানা গেছে। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলতে গিয়ে তিনি চোট পান।

২৮ বছর বয়সী এই ডানহাতি অলরাউন্ডার সম্প্রতি পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ওই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। তাঁর ক্যাচিং এবং ফিল্ডিং দক্ষতা বিশেষভাবে নজর কাড়ে। গুজরাট টাইটান্স তাঁকে নিলামে ২ কোটি টাকায় দলে নিয়েছিল, তবে এখনো পর্যন্ত এক ম্যাচেও মাঠে নামেননি ফিলিপস।

গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানায়, "৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর গ্লেন ফিলিপস নিউজিল্যান্ডে ফিরে গেছেন। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।"

এই নিয়ে চলতি মৌসুমে টাইটান্স শিবিরে দ্বিতীয় বিদেশি খেলোয়াড় চলে গেলেন। এর আগে দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ব্যক্তিগত জরুরি কারণে দেশে ফিরে যান। তাঁর ফেরার সময় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বর্তমানে গুজরাট টাইটান্সের স্কোয়াডে পাঁচজন বিদেশি খেলোয়াড় রয়েছেন, জস বাটলার, েরফানে রাদারফোর্ড, রশিদ খান, জেরাল্ড কোটজে এবং করিম জনাত। প্রতিটি দল সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় দলে রাখতে পারে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারো দুর্দান্ত ছন্দে রয়েছে। পাঁচ ম্যাচে চারটি জিতে তারা আট পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। একমাত্র হারের মুখ দেখেছিল প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে আহমেদাবাদে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে টানা চার ম্যাচ জিতে চমক দেখিয়েছে শুবমান গিলের দল।

Details Bottom
Details ad One
Details Two
Details Three