Image

আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 22 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট

আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট

আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে নেপাল। আগামী বছরের ১২ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির মাটিতে বসবে দশ দলের অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। চারটি দল পাবে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য মূল বিশ্বকাপে খেলার টিকিট।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির জানায়, দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে খেলানো হবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর সুপার সিক্স ও ফাইনালের মাধ্যমে নির্ধারিত হবে কে কোন চারটি দল পাবে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের সুযোগ। বাছাই পর্বের পূর্ণাঙ্গ সূচি পরবর্তীতে জানানো হবে।

ইতোমধ্যে ছয়টি দল নিশ্চিত করেছে বাছাই পর্বে জায়গা। ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুবাদে বাংলাদেশ ও আয়ারল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নিয়েছে বাছাইয়ে। নেপাল ও থাইল্যান্ড এশিয়া অঞ্চল থেকে, আর যুক্তরাষ্ট্র জায়গা করে নিয়েছে আমেরিকান অঞ্চলের বাছাই পেরিয়ে।

বাকি পাঁচটি দল আসবে তিনটি ভিন্ন অঞ্চল থেকে আফ্রিকা ও ইউরোপ থেকে দুটি করে এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে একটি দল। ওই অঞ্চলগুলোর বাছাই পর্ব শেষে পূর্ণ দশ দলের তালিকা জানা যাবে।

এদিকে, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের সূচিও ইতোমধ্যে প্রকাশ করেছে আইসিসি। আগামী ১২ জুন শুরু হয়ে ৫ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ২৪ দিনে মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসের সাতটি ভেন্যুতে। এর মধ্যে রয়েছে ওল্ড ট্রাফোর্ড, হেডিংলি, হ্যাম্পশায়ার বোল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের মতো বিখ্যাত স্টেডিয়াম। আর জমকালো ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three