বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আইসিসির শোক

বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আইসিসির শোক
বিসমিল্লাহ জান শিনওয়ারির মৃত্যুতে আইসিসির শোক
৪১ বছর বয়সে আফগানিস্তানের অভিজ্ঞ আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বিসমিল্লাহ শিনওয়ারি ছিলেন আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেল অব আম্পায়ারস-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি দায়িত্ব পালন করেছেন ২৫টি পুরুষদের ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওমানে অনুষ্ঠিত আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ছিল তার সর্বশেষ আন্তর্জাতিক দায়িত্ব।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক শোকবার্তায় বলেন, "বিসমিল্লাহ ছিলেন একজন প্রভাবশালী আম্পায়ার, যাকে খেলোয়াড়, সহকর্মী ও কর্মকর্তা সবাই শ্রদ্ধা করতেন। আন্তর্জাতিক অঙ্গনে তার নিয়মিত উপস্থিতি ছিল এবং তার সামনে ছিল আরও দীর্ঘ পথ।"
তিনি আরো বলেন, "ক্রিকেটে তার অবদান ছিল অসাধারণ। তার এই অকাল প্রয়াণ ক্রিকেট দুনিয়ার জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"
আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী এই আম্পায়ার দেশের ক্রিকেট ইতিহাসে রেখে গেলেন গুরুত্বপূর্ণ ছাপ। তার পেশাদারিত্ব, দৃঢ়তা ও নিষ্ঠা ক্রিকেট বিশ্বে স্মরণীয় হয়ে থাকবে।