বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
- 1
"সঠিক মডেল ও মালিকানায় বিপিএল হবে বিশ্বমানের", অনিল মোহন বদলে দিবেন সব
- 2
অবশেষে শেষ হল নিষেধাজ্ঞা, আবার ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর
- 3
বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
- 4
অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
- 5
দ্য হান্ড্রেডে চোখ কপালে ওঠার মত বিনিয়োগ! ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আসছে ইসিবিতে

বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
ভারতের বিপক্ষে কিয়া ওভালে শুরু হতে যাওয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগে ইংল্যান্ড দল তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শেষ টেস্টের একাদশ জানিয়েছে ইসিবি (দ্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)।
অধিনায়ক বেন স্টোকস ডান কাঁধের চোটের কারণে ম্যাচে অংশ নিতে পারছেন না। এছাড়া বাদ পড়েছেন স্পিনার লিয়াম ডসন এবং দুই পেসার জফরা আর্চার ও ব্রায়ডন কার্স।
দলে সুযোগ পেয়েছেন জেকব বেটেল, যিনি ব্যাট করবেন ৬ নম্বরে। ইংল্যান্ডের হয়ে একাদশে যুক্ত হয়েছেন প্রথম সারির দুই পেসার গাস অ্যাটকিনসন ও জেমি ওভারটন, এবং নটিংহ্যামশায়ারের পেসার জশ টাং।
ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ডের একাদশ:
১. জ্যাক ক্রাউলি
২. বেন ডাকেট
৩. অলি পোপ (অধিনায়ক)
৪. জো রুট
৫. হ্যারি ব্রুক
৬. জেকব বেটেল
৭. জেমি স্মিথ (উইকেটরক্ষক)
৮. ক্রিস ওকস
৯. গাস অ্যাটকিনসন
১০. জেমি ওভারটন
১১. জশ টাং
শেষ টেস্টটি শুরু হবে বৃহস্পতিবার, কিয়া ওভালে। ২-১ এ এগিয়ে থেকে শেষ টেস্ট খেলতে নামবে স্বাগতিকরা, অন্তত ড্র করলেই ট্রফি নিজেদের করে নিতে পারবে তাঁরা।