সাকিবদের বেতন বকেয়া থাকায় একের পর এক ম্যাচ বাতিল

সাকিবদের বেতন বকেয়া থাকায় একের পর এক ম্যাচ বাতিল
সাকিবদের বেতন বকেয়া থাকায় একের পর এক ম্যাচ বাতিল
‘ম্যাক্স৬০ ক্যারিবিয়ান’ টি-টেন টুর্নামেন্ট বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, অ্যালেক্স হেলস ও কার্লোস ব্র্যাথওয়েটের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এমন একটি টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ বাতিল হয়েছে বেতন বকেয়ার কারণে খেলোয়াড়দের ধর্মঘটের জেরে।
প্রথমবার আয়োজনের পর দ্বিতীয় আসরে পা রাখলেও মাঠের চেয়ে মাঠের বাইরের জটিলতা নিয়েই বেশি আলোচনায় ম্যাক্স৬০। ইএসপিএন ক্রিকইনফোর খবরে জানা গেছে, মঙ্গলবারের পাঁচটি ম্যাচই বাতিল হয় কারণ বেশিরভাগ খেলোয়াড়দের বেতন এখনও পরিশোধ করা হয়নি, যা মূলত টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগেই দেওয়ার কথা ছিল।
মঙ্গলবার রাতে আয়োজকরা ইনস্টাগ্রামে জানায়, "অফ-ফিল্ড ইস্যুর কারণে" সব ম্যাচ বাতিল করা হয়েছে। একইসঙ্গে ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় ফাইনাল হবে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে। যারা লীগ টেবিলে যথাক্রমে প্রথম ও তৃতীয় অবস্থানে ছিল।
তবে ওই পোস্ট কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলা হয়। বুধবার সকালে নতুন করে ঘোষণা দেওয়া হয় যে, ভেগাস ভাইকিংস ও গ্র্যান্ড কেম্যান ফ্যালকনস (যারা পয়েন্ট তালিকায় পঞ্চম ছিল) মুখোমুখি হবে ‘রানার-আপ প্লে-অফে’। এরপর হবে ট্রফি প্রদান।
খেলোয়াড়দের এই ধর্মঘটে পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ), যারা খেলোয়াড়দের চুক্তিকে "কাগজের টুকরোর চেয়েও মূল্যহীন" বলে আখ্যায়িত করেছে।
ডব্লিউসিএ’র প্রধান নির্বাহী টম মোফাত বলেন, খেলোয়াড়রা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করেছে। কিন্তু যারা তাদের পাওনা বুঝিয়ে দেয়নি, তারা খেলোয়াড়দের প্রতি দায়িত্বহীনতা দেখিয়েছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অনেকবারই আমরা দেখেছি অনুমোদিত টুর্নামেন্টগুলোতে খেলোয়াড় চুক্তি উপেক্ষিত হয়। খেলোয়াড়দের রক্ষায় কার্যকর নিয়ম প্রয়োজন।"
সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা ‘ম্যাক্স৬০’ আয়োজন করে দুবাই-ভিত্তিক প্রতিষ্ঠান বিএমপি স্পোর্টস, যারা নিজেদের "বিশ্বের শীর্ষ ক্রিকেট লিগ ফ্র্যাঞ্চাইজির মালিক ও পৃষ্ঠপোষক" হিসেবে পরিচয় দেয়। এই প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা ‘ব্রেভস’ ফ্র্যাঞ্চাইজি খেলেছে আবুধাবি, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিভিন্ন টি-১০ লিগে।
ম্যাচ বাতিল, ফাইনাল অনিশ্চয়তা এবং খেলোয়াড়দের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের এই ঘটনায় এখন পর্যন্ত বিএমপি স্পোর্টস কিংবা ম্যাক্স৬০ কর্তৃপক্ষ কোনো মন্তব্য দেয়নি।