Image

আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সঞ্জোগ গুপ্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 40 মিনিট আগে
আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সঞ্জোগ গুপ্তা

আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সঞ্জোগ গুপ্তা

আইসিসির নতুন প্রধান নির্বাহী ভারতের সঞ্জোগ গুপ্তা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সঞ্জোগ গুপ্তাকে নিয়োগ দিয়েছে। সোমবার, ৭ জুলাই ২০২৫ থেকে দায়িত্ব নিচ্ছেন এই ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব। আইসিসির ইতিহাসে এটি সপ্তম সিইও হিসেবে তাঁর অভিষেক।

বর্তমানে জিওস্টার স্পোর্টস অ্যান্ড লাইভ এক্সপেরিয়েন্সের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন সঞ্জোগ গুপ্ত। দুই দশকের বেশি সময় ধরে মিডিয়া ও খেলাধুলা জগতে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। আধুনিক ভারতীয় ক্রীড়া সম্প্রচারের রূপান্তরে অন্যতম কারিগর হিসেবে বিবেচিত ক্রিকেট, ফুটবলসহ নানা খেলাকে দেশের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বহুমাত্রিক কনটেন্ট এবং ব্যবসায়িক কৌশলের মাধ্যমে।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, "সঞ্জোগ গুপ্তকে আইসিসির নতুন সিইও হিসেবে ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। তাঁর ক্রীড়া কৌশল ও বাণিজ্যিকীকরণ বিষয়ে অভিজ্ঞতা আইসিসির জন্য অমূল্য সম্পদ হবে।"

তিনি আরো বলেন, "বিশ্বব্যাপী খেলাধুলা ও মিডিয়া ইকোসিস্টেম সম্পর্কে তাঁর গভীর জ্ঞান, প্রযুক্তির প্রতি আগ্রহ এবং সমর্থকদের দৃষ্টিভঙ্গির প্রতি তার কৌতূহল আমাদের ক্রিকেটকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে সহায়তা করবে। বিশেষ করে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তি এবং বৈশ্বিক বাজারে খেলাটির অবস্থান মজবুত করার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।"

আইসিসি গত মার্চে একটি বৈশ্বিক নিয়োগ প্রক্রিয়া শুরু করে, যেখানে ২৫টি দেশের ২,৫০০ এর বেশি আবেদন জমা পড়ে। প্রাথমিকভাবে ১২ জন প্রার্থীকে শর্টলিস্ট করে মনোনয়ন কমিটি, যার সদস্য ছিলেন আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন, এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা এবং বিসিসিআই সেক্রেটারি দেবজিত শইকিয়া। কমিটি একমত হয়ে সঞ্জোগ গুপ্তার নাম প্রস্তাব করে, যা আইসিসি বোর্ড সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

সিইও পদে নিয়োগ প্রসঙ্গে সঞ্জোগ গুপ্তা বলেন, "এই সময়ে আইসিসির নেতৃত্বে আসা সত্যিই গর্বের। বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটির বেশি সমর্থকের ভালোবাসা আর নতুন নতুন সম্ভাবনার মাঝে ক্রিকেট এখন এক উত্তেজনাকর মোড়ে এসে দাঁড়িয়েছে। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং প্রযুক্তি ব্যবহারের অগ্রগতি এই খেলাকে বিশ্বমঞ্চে আরও ছড়িয়ে দিতে সহায়তা করবে।"

তিনি আরো বলেন, "বিশ্ব ক্রিকেটের পরবর্তী ধাপে ভক্তদের অভিজ্ঞতা উন্নয়ন, নতুন বাজারে খেলাটি ছড়িয়ে দেওয়া এবং সদস্য বোর্ডগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দিকেই আমি মনোযোগ দেব।"

সঞ্জোগের পেশাগত জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে। ২০১০ সালে স্টার ইন্ডিয়ায় যোগ দেওয়ার পর তিনি কনটেন্ট, প্রোগ্রামিং ও কৌশলগত নানা দায়িত্বে ছিলেন। ২০২০ সালে তিনি ডিজনি ও স্টার ইন্ডিয়ার হেড অব স্পোর্টস হন এবং ভারতীয় খেলাধুলার সম্প্রচারে এক নতুন মাত্রা যোগ করেন। ২০২৪ সালে জিওস্টার গঠনের পর তাকে নতুন ক্রীড়া প্রতিষ্ঠানের সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অভিনব কনটেন্ট, ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ এবং নারী খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বাড়ানোয় নেতৃত্ব দেওয়া এই মিডিয়া নেতাকে এখন ক্রিকেটের বৈশ্বিক বিকাশের দায়িত্ব নিতে দেখা যাবে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three