ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়া যুবাদের কাছে হারল টাইগার যুবারা

ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়া যুবাদের কাছে হারল টাইগার যুবারা
ব্যাটিং ব্যর্থতায় প্রোটিয়া যুবাদের কাছে হারল টাইগার যুবারা
ব্যাটিং ব্যর্থতায় ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। বাংলাদেশের দেয়া ১৭৫ রানের জবাবে ৫ উইকেট হাতে রেখে মাত্র ৩৬.৫ ওভারে রান তাড়া করে ফেলে প্রোটিয়ারা।
জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাটিংয়ে নামে আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ। বুয়ান্ডা মাজোলার আঘাতে মাত্র ২২ রানেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। তারপর ১৭ রান করে ফেরেন রিজান হোসেন ও।
অধিনায়ক তামিম তুলে নেন ফিফটি। ৮১ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৯ রান করে জ্যাসন রোলসের বলে আউট হন তিনি। তামিম যখন আউট হন তখন বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৭। তারপর একাই দলের হার ধরেন কালাম সিদ্দিকি। অন্য প্রান্তে চলে আসা যাওয়ার মিছিল।
অর্ধ সেঞ্চুরি পূরণ করতে না পারার আক্ষেপ নিয়ে ৬১ বলে ৪৯ রানে দলের একমাত্র ব্যাটার হিসাবে অপরাজিত থাকেন কালাম। তার ইনিংসে ছিলো ১০ টি চার ও ১ টি ছয়। ৪৪.৫ ওভারে ১৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৩ টি উইকেট শিকার করেন জ্যাসন রোলস।
১৭৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জরিচ ভ্যানকে হারালেও অধিনায়ক মোহাম্মদ বুলবুলিয়া ও আরমনা মালিক মিলে গড়েন ৫৫ রানের জুটি। বুলবুলিয়া ৩৯ এবং আরমান ফেরেন ৫৭ রান করে।
বাকি কাজ শেষ করেন জ্যাসন রোলস ও ভিহান প্রিটোরিয়াস মিলে। জ্যাসন ৪১ এবং ভিহান করেন ২১ রান। ৩৬.৫ ওভারে দক্ষিণ আফ্রিকা লক্ষ্য তাড়া করে ফেলে। বাংলাদেশের হয়ে ৩ টি উইকেট শিকার করেন আল ফাহাদ।