Image

বাংলাদেশ সিরিজেও দলে ডাক পাবেন না বাবর, রিজওয়ান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশ সিরিজেও দলে ডাক পাবেন না বাবর, রিজওয়ান

বাংলাদেশ সিরিজেও দলে ডাক পাবেন না বাবর, রিজওয়ান

বাংলাদেশ সিরিজেও দলে ডাক পাবেন না বাবর, রিজওয়ান

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবি বাবর-রিজওয়ানকে ডাকবে? বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছিলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। যদিও এই পরিবর্তন পাকিস্তানের জন্য ফলাফল বয়ে আনতে পারেনি, কিউইদের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ পরাজয়।

পাকিস্তানের সাদা বলের জুটি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার ফলে অনেকেই ভাবতে শুরু করেছিলেন, তারা কি অদূর ভবিষ্যতে দলে ফিরবেন? পিসিবির নির্বাচকরা আসন্ন হোম সিরিজের জন্যও এই দুই তারকাকে বিবেচনা করছে না।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাবর-রিজওয়ানের খেলার সম্ভাবনা কম। পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি তরুণ, আরও আক্রমণাত্মক প্লেয়িং গ্রুপ তৈরিতে মনোযোগ দিতে চায়। পিসিবির এই কৌশলটি স্বল্পমেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ সিরিজের সম্ভাব্য লাইনআপে রয়েছেন সাইম আইয়ুব, ফখর জামান, সাহিবজাদা ফারহান, হুসেন তালাত, হাসান আলি, ফাহিম আশরাফ, আলি রাজা'রা। 

পাকিস্তানের সর্বকালের সেরা টি-টোয়েন্টি রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও, বাবর-রিজওয়ান ১৩ ডিসেম্বর, ২০২৪ সাল থেকে কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি।

২৫ মে ফয়সালাবাদে শুরু হয়ে ৩ জুন লাহোরে শেষ হবে এই সিরিজ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে শুরুর দুই ম্যাচ ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে শেষ তিন টি-টোয়েন্টি। 

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি- 
২১ মে- বাংলাদেশ দল পৌঁছাবে পাকিস্তান 

২৫ মে- ১ম টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ 
২৭ মে- ২য় টি-টোয়েন্টি, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ 
৩০ মে- ৩য় টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
১ জুন- ৪র্থ টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর 
৩ জুন- ৫ম টি-টোয়েন্টি, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three