মাঠের বাইরেও বিতর্ক— ভক্তদের সঙ্গে তর্কে জড়ালেন খুশদিল শাহ

মাঠের বাইরেও বিতর্ক— ভক্তদের সঙ্গে তর্কে জড়ালেন খুশদিল শাহ
মাঠের বাইরেও বিতর্ক— ভক্তদের সঙ্গে তর্কে জড়ালেন খুশদিল শাহ
নিউজিল্যান্ড–পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ শেষে এক অঘটনের জন্ম দিলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ। কয়েকজন ভক্তের সাথে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যে জড়িয়ে পড়েন। গ্যালারি থেকে দর্শকের করা আক্রমণাত্মক মন্তব্যের জবাব দিতেই তেড়ে যান খুশদিল।
নিউজিল্যান্ড সফরে গিয়ে ভালো নেই পাকিস্তান দল। ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডেতে ডুবেছে হোয়াইটওয়াশের লজ্জায়। এর মাঝেই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে আজ মাউন্ট মঙ্গানুইয়ে। খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন ভাষা এবং পাকিস্তান বিরোধী স্লোগানের জন্যেই মূলত ক্ষেপেছেন খুশদিল শাহ।
খুশদিল শাহের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি, মাউন্ট মঙ্গানুইতে দুই আফগান ব্যক্তি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার করেছে। খুশদিল শাহ তাদের থামতে বলেছিলেন, কিন্তু তারা তাকে গালিগালাজ করতে থাকেন, যার ফলে খুশদিল প্রতিক্রিয়া জানিয়েছেন।
সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো এটিতেও হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের তোলা ৮ উইকেটে ২৬৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ২২১ রানে। ৪৩ রানের হারে শেষ হয় পাকিস্তান দলের নিউজিল্যান্ড সফর।