উই আর লুকিং ফর পিএসএল, আমরা উপভোগ করব: রিজওয়ান

উই আর লুকিং ফর পিএসএল, আমরা উপভোগ করব: রিজওয়ান
উই আর লুকিং ফর পিএসএল, আমরা উপভোগ করব: রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ রানে হেরে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। বেই ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে হারের পর সিরিজ নিয়ে হতাশা প্রকাশ করলেও পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান পিএসএল নিয়ে দেওয়া এক মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন।
ম্যাচ শেষে রিজওয়ান বলেন, "আমরা ফিরে গিয়ে আলোচনা করব কী শিখলাম এই সিরিজ থেকে। পিএসএল উপভোগ করব। এটি আমাদের জন্য বড় একটি টুর্নামেন্ট। আমরা চ্যাম্পিয়নস ট্রফি এবং এই সিরিজে ভালো করতে পারিনি, আশা করি পিএসএলে ভালো করব।"
তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ক্ষোভের জন্ম দেয়। অনেক ভক্তের অভিযোগ, জাতীয় দলের ব্যর্থতার পর পিএসএল উপভোগের কথা বলাটা দায়িত্বজ্ঞানহীন। একজন ভক্ত লিখেছেন, "পিএসএল জাতীয় দলের চেয়েও গুরুত্বপূর্ণ, রিজওয়ানের কোনো লজ্জা নেই।" আরেকজন বলেন, "রিজওয়ানের বক্তব্যই পাকিস্তান ক্রিকেটের সমস্যার সারসংক্ষেপ। এই মানসিকতাকেই বাদ দিতে হবে!"
সম্প্রতি পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে। শেষ ১২টি ম্যাচের মধ্যে তারা হেরেছে ১১টিতেই। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
তবে হতাশার মাঝেও রিজওয়ান কিছু ইতিবাচক দিক তুলে ধরেন, "বাবর আজম ভালো ছন্দে আছে, নাসিম শাহ দুর্দান্ত ব্যাট করেছে। সুফিয়ান বল হাতে দারুণ করেছে। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে তারা সব বিভাগেই ভালো খেলেছে।"
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হচ্ছে ১১ এপ্রিল থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রিজওয়ান খেলবেন মুলতান সুলতানসের হয়ে।