Image

ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ

ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ

ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ

সাদা পোশাকে আজ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টে দুইশ উইকেট শিকার করে চট্টগ্রামে এসে ছুঁয়েছেন দুই হাজার রান। এই এলিট রেকর্ড ক্লাবে পৌঁছাতে মিরাজের লাগল কেবল ৫৩ টেস্ট, আর তাতেই নাম উঠল সব কিংবদন্তিদের পাশে। 

ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার পর টেস্ট ক্রিকেটে সব কম ম্যাচ (৫৩) খেলে দুইশ উইকেট ও দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মিরাজ।

সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজ হলেন বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় যিনি এই অসাধারণ মাইলফলক স্পর্শ করলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের শেষ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের দুইশতম উইকেট পূর্ণ করেন মিরাজ। সাকিব, তাইজুলের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেট শিকারির তালিকায় নাম লেখান এই অভিজ্ঞ অলরাউন্ডার।

এক হাজার ৯৬৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু এবার দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন সহজে। চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন শেষে মিরাজ ১০৯ বলে ৭৬ রানে অপরাজিত। আগ্রাসী মনোভাবে ব‌্যাটিং করে দ্রুত রান তুলছেন, বাড়িয়ে নিচ্ছেন দলের লিড। 

টেস্টে দ্রুততম ২০০০ রান এবং ২০০ উইকেট (ম্যাচ অনুসারে):

৪২ - ইয়ান বোথাম
৫০ - ইমরান খান
৫০ - কপিল দেব
৫১ - রবিচন্দ্রন অশ্বিন
৫৩ - রবীন্দ্র জাদেজা
৫৩ ম্যাচ - মেহেদী হাসান মিরাজ

Details Bottom
Details ad One
Details Two
Details Three