ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
3
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
4
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
5
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
সাদা পোশাকে আজ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিলেট টেস্টে দুইশ উইকেট শিকার করে চট্টগ্রামে এসে ছুঁয়েছেন দুই হাজার রান। এই এলিট রেকর্ড ক্লাবে পৌঁছাতে মিরাজের লাগল কেবল ৫৩ টেস্ট, আর তাতেই নাম উঠল সব কিংবদন্তিদের পাশে।
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার পর টেস্ট ক্রিকেটে সব কম ম্যাচ (৫৩) খেলে দুইশ উইকেট ও দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মিরাজ।
সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজ হলেন বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় যিনি এই অসাধারণ মাইলফলক স্পর্শ করলেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের শেষ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে নিজের দুইশতম উইকেট পূর্ণ করেন মিরাজ। সাকিব, তাইজুলের পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেট শিকারির তালিকায় নাম লেখান এই অভিজ্ঞ অলরাউন্ডার।
এক হাজার ৯৬৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু এবার দুই হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন সহজে। চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন শেষে মিরাজ ১০৯ বলে ৭৬ রানে অপরাজিত। আগ্রাসী মনোভাবে ব্যাটিং করে দ্রুত রান তুলছেন, বাড়িয়ে নিচ্ছেন দলের লিড।
টেস্টে দ্রুততম ২০০০ রান এবং ২০০ উইকেট (ম্যাচ অনুসারে):
৪২ - ইয়ান বোথাম
৫০ - ইমরান খান
৫০ - কপিল দেব
৫১ - রবিচন্দ্রন অশ্বিন
৫৩ - রবীন্দ্র জাদেজা
৫৩ ম্যাচ - মেহেদী হাসান মিরাজ
