Image

শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

শ্রীলঙ্কায় দফায় দফায় বৃষ্টি, নির্ধারিত ওভার খেলার আগেই বাংলাদেশের ইনিংস আটকে যায়। জুনিয়র টাইগাররা ২ উইকেটে ১৪৪ রান করলে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার সামনে ১৯৮ রানের টার্গেট, করতে হবে ২৮ ওভারে।

কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের ৩য় ওয়ানডেতে বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে হয় টস, খেলা তখন নেমে আসে ৪৫ ওভারে। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার দল অবশ্য ২৮ ওভারের বেশি খেলতে পারেনি। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরারের ব্যাট থেকে আজ আসে ৩৮ রান। আরেক ওপেনার কালাম সিদ্দীকি অবশ্য এই ম্যাচেও ব্যর্থ হন, ৬ রানের বেশি করতে পারেননি। তবে ফিফটি হাঁকিয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

জাওয়াদ আবরার বিদায় নিলে তামিমকে সঙ্গ দিতে এসে রিজান হোসেন করেন ২৪ রান। এরপর আর বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি তামিম-রিজান জুটি। বাংলাদেশের রান যখন ২ উইকেটে ১৪৪; ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ করলেও বৃষ্টি আইনে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ১৯৮ রানের।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three