Image

বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

টেস্ট অভিষেক সব সময়ই বিশেষ কিছু। চট্টগ্রামে বাংলাদেশ বিপক্ষে সেই সুযোগ পেয়েই আলো ছড়ালেন জিম্বাবুয়ের তরুণ লেগস্পিনার ভিনসেন্ট মাসেকিসা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে সাগরিকায় বল হাতে দারুণ ছন্দে ছিলেন। তুলে নিয়েছেন টাইগারদের গুরুত্বপূর্ণ ৩টি উইকেট, ব্যাটিং দাপটে থাকা বাংলাদেশকে খানিকটা চাপেই ফেলেছেন নিজের ঘূর্ণি জাদুতে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে নিজের অভিষেকের অনুভূতি শেয়ার করলেন। লেগস্পিন নিয়ে তার আলাদা ভালোবাসা আছে। শুধু কিংবদন্তিদেরই নয়, নজর রাখছেন উদীয়মানদের দিকেও। বিশেষ করে বাংলাদেশের রিশাদ হোসেনকে নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

মাসেকিসা বলেন,"আমি অনেক বড় ফলোয়ার লেগ স্পিনারদের। শেন ওয়ার্ন, আদিল রাশিদ, যুজি চাহাল, অ্যাডাম জাম্পাদের দেখি নিয়মিত। বাংলাদেশেও তো রিশাদ আছে! ওকে অনেকবার দেখেছি, ভালো লাগে ওর বোলিং, শেখার চেষ্টা করি।"

নিজ দেশের গ্রায়েম ক্রিমার তার আদর্শ হলেও রিশাদের বোলিং দেখে অনুপ্রাণিত হন বলেও জানান মাসেকিসা, "রিশাদকে দেখলে বোঝা যায়, তরুণরাও এখন কতটা আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত বোলিং করতে পারে। আমি চেষ্টা করি ওদের দেখেই শিখতে।"

অভিষেকে ৩ উইকেট পাওয়া নিয়ে এই তরুণ স্পিনার বলেন, "প্রথম উইকেট পাওয়ার পর কাজটা অনেক সহজ মনে হচ্ছিল। টেস্ট ক্রিকেটে এখনো শিখছি, তবে ভালো লাগছে দলকে কিছু দিতে পারায়।"

চট্টগ্রামে ম্যাচের চালটা বাংলাদেশি ব্যাটারদের হাতে হলেও, মাসেকিসা এখনই হাল ছাড়ছেন না। তার বিশ্বাস, সঠিক জায়গায় বল ফেলতে পারলে লড়াই জমিয়ে তোলা সম্ভব, "বাংলাদেশ ভালো খেলছে, তবে আমরা এখনও ম্যাচে আছি। ওদের উইকেট তুলে নিতে হবে, ঠিক জায়গায় বল ফেলতে হবে, তাহলেই কিছু করা সম্ভব।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three