শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা

শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
কলম্বোর মাঠে তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ছয় ম্যাচের সিরিজে ১-২ ব্যবধানে এগিয়ে গেল আজিজুল হাকিমের নেতৃত্বাধীন দল। বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কয়েক দফার বৃষ্টিতে নির্ধারিত ওভার খেলার আগেই বাংলাদেশের ইনিংস আটকে যায়। জুনিয়র টাইগাররা ২ উইকেটে ১৪৪ রান করলে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার সামনে ১৯৮ রানের টার্গেট দাঁড়ায়, করতে হত ২৮ ওভারে।
লঙ্কানদের ইনিংসের মাঝে আবার বৃষ্টি নামলে টার্গেট গিয়ে দাঁড়ায়, ২২ ওভারে ১৬০ রানের। এই রান টপকাতে ব্যর্থ লঙ্কান যুবারা। ৭ উইকেট হারিয়ে তারা করতে পারে কেবল ১২০ রান। আর তাতেই বাংলাদেশের নিশ্চিত হয়ে যায় ৩৯ রানের জয়।
টার্গেট টপকাতে নেমে আল ফাহাদ আর ইকবাল হাসান ইমনের পেস তোপে শুরুতেই মহাবিপদে পড়ে শীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। ১১ রানে দুই উইকেট, ৬৮ রানে মাথায় লঙ্কানরা হারায় তাদের ৬ষ্ঠ উইকেট। এরপর কাভিজা গামাগে রান পেলেও দএর জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এর আগে কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে সিরিজের ৩য় ওয়ানডেতে বৃষ্টির কারণে এক ঘন্টা দেরিতে হয় টস, খেলা তখন নেমে আসে ৪৫ ওভারে। টসে জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার দল অবশ্য ২৮ ওভারের বেশি খেলতে পারেনি।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাওয়াদ আবরারের ব্যাট থেকে আজ আসে ৩৮ রান। আরেক ওপেনার কালাম সিদ্দীকি অবশ্য এই ম্যাচেও ব্যর্থ হন, ৬ রানের বেশি করতে পারেননি। তবে ফিফটি হাঁকিয়ে ৬৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
জাওয়াদ আবরার বিদায় নিলে তামিমকে সঙ্গ দিতে এসে রিজান হোসেন করেন ২৪ রান। এরপর আর বৃষ্টির কারণে ব্যাটিংয়ে নামতে পারেনি তামিম-রিজান জুটি। বাংলাদেশের রান যখন ২ উইকেটে ১৪৪; ফের বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪৪ করলেও বৃষ্টি আইনে শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ১৯৮ রানের।