Image

পিএসএলের কমেন্ট্রি প্যানেলে তারার মেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএলের কমেন্ট্রি প্যানেলে তারার মেলা

পিএসএলের কমেন্ট্রি প্যানেলে তারার মেলা

পিএসএলের কমেন্ট্রি প্যানেলে তারার মেলা

আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কমেন্ট্রি প্যানেলে তারার মেলা। বাংলাদেশের আতহার আলী খানও এবার ধারাভাষ্য দেবেন পিএসএলে। মার্টিন গাপটিল, অ্যালিস্টার কুককেও দেখা যাবে প্রথমবারের মতো।

স্যার অ্যালিস্টার কুক এবং লিসা স্থালেকার থেকে শুরু করে ওয়াসিম আকরাম এবং মার্ক নিকোলাস; বড় সব তারকাদের মেলা বসবে এবারের পিএসএলে। ক্রিকেট ধারাভাষ্যের জনপ্রিয় সব মুখকেই রাখা হয়েছে পাকিস্তানের এই ইভেন্টে। 

বাংলাদেশের সাবেক ওপেনার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলি খানকে রেখে ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে পিসিবি। তারকায় ঠাসা এই তালিকায় বিশ্বের নামী ধারাভাষ্যকারদের পাশাপাশি সাবেক ক্রিকেটাররাও রয়েছেন। 

ইংল্যান্ডের প্রাক্তন টেস্ট অধিনায়ক স্যার অ্যালিস্টার কুক মাইকের পিছনে এবার ভূমিকায় থাকবেন। তার সাথে যোগ দেবেন নিউজিল্যান্ডের প্রাক্তন মার্টিন গাপটিল। 

চারজন প্রাক্তন টেস্ট অধিনায়ক - আমির সোহেল, রমিজ রাজা, ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরাম - পাকিস্তানের ধারাভাষ্যকার দলের নেতৃত্ব দেবেন। তাদের সাথে থাকবেন প্রাক্তন টেস্ট ক্রিকেটার বাজিদ খান, উরুজ মুমতাজ এবং ক্রিকেট বিশ্লেষক সিকান্দার বখত।

২০২৫ পিএসএলের ধারাভাষ্যকার প্যানেল- 

মার্ক নিকোলাস, আতহার আলি খান, মার্টিন গাপটিল, স্যার অ্যালিস্টার কুক, জেপি ডুমিনি, মাইক হেইসম্যান, মার্ক বাউচার, ডমিনিক কর্ক, লিসা স্থালেকার, ওয়াকার ইউনুস, আমির সোহেল, বাজিদ খান, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, সিকান্দার বখত, উরুজ মুমতাজ। 

উপস্থাপনায়- এরিন হল্যান্ড, জয়নব আব্বাস। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three