স্যাম কনস্টাসের আগমনে অস্ট্রেলিয়া কল্পনার চেয়েও বেশি কিছু পেয়েছে
স্যাম কনস্টাসের আগমনে অস্ট্রেলিয়া কল্পনার চেয়েও বেশি কিছু পেয়েছে
স্যাম কনস্টাসের আগমনে অস্ট্রেলিয়া কল্পনার চেয়েও বেশি কিছু পেয়েছে
বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। প্রথম ম্যাচ থেকেই পরিচিত হয়ে উঠেছেন বিশ্ববাসীর কাছে। এবার এই তরুণ ব্যাটারের প্রসংশা করে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান কনস্টাস দ্রুত শিখছেন। ১৯ বছর বয়সী কনস্টাসের ব্যাটিং দেখে এরিমধ্যে তার সম্ভাবনার ব্যাপারে আশাবাদী হয়ে পড়েছেন ম্যাকডোনাল্ড।
স্টিভ স্মিথের সাথে অনুশীলন করেছেন কনস্টাস। ম্যাকডোনাল্ড হাস্যরস করে বলেন, "আমি চাইবো কনস্টাস যেন স্মিথের নিরলস পরিশ্রমের নীতি গ্রহণ না করে। এতে আমাদের কোচদের জন্য আরও বেশি সময় ব্যয় হবে!"
পরে এ ব্যাপারে ব্যাখ্যা করে এই কোচ বলেন, "অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মিথস্ক্রিয়া একজন খেলোয়াড়ের যাত্রা এবং খেলার বোঝাপড়া গঠন করে, বিশেষ করে যখন তারা আন্তর্জাতিক মঞ্চে উঠে আসে।"
এদিকে সিডনি টেস্টের আগে চোটের কবলে পড়েছেন মিচেল স্টার্ক। তবে সিডনিতে তাঁকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। "আমরা লক্ষ্য রাখছি তার উপর। স্টার্কের সামান্য সমস্যা রয়েছে। আমরা পরীক্ষা করছি।"
তিনি আরো বলেন, "আমরা ম্যাচের আগে স্টার্কের শারীরিক অবস্থার যথাযথ মূল্যায়ন করবো। সাম্প্রতিক বছরগুলিতে আমাদের জন্য এ ধরনের শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সাধারণ নয়, তাই আমাদের খেলোয়াড়দের দ্রুত ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে।"
অন্যদিকে চিন্তা বাড়ছে মিচেল মার্শকে নিয়েও। প্রথম টেস্টে পিঠের সম্যসার কারণে খেলতে পারেননি তিনি। তবে ম্যাকডোনাল্ড মার্শ সম্পূর্ণ ফিট বলেই দাবি করেছেন। তিনি বলেন, "লোকে বিষয়টি নিয়ে বেশি কথা বলছে। ওর কোনও চোট নেই। সম্পূর্ণ ফিট রয়েছে সে। ও ভালো পারফরম্যান্স করতে পারবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।"