Image

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ড

শ্রীলঙ্কাকে পাত্তা না দিয়ে ৯ উইকেটে জিতল নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের পর এবার বড় পরাজয়ে ওয়ানডে সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে কোনপ্রকার পাত্তাই পেল না লঙ্কানরা। কিউই পেসারদের তোপের সামনে ১৭৮ রান সংগ্রহ করতেই শেষ শ্রীলঙ্কা। ২৩.৪ ওভার হাতে রেখে মিচেল স্যান্টনারের দল ম্যাচ জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। 

৫০ ওভারে টার্গেট কেবল ১৭৯। রান তাড়ায় নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র (৩৬ বলে ৪৫)। উদ্বোধনী জুটিতে ১২.৩ ওভারেই ৯৩ রান করেন দুজন। ফিফটি থেকে মাত্র ৫ রান দূরে থাকতে আউট হন রাচিন। চামিন্দু বিক্রমাসিংহের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক খেলতে গিয়ে ডিপ স্কয়ার লেগে হাসারাঙ্গার হাতে ক্যাচ রাচিন রবীন্দ্র। ভাঙে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। 

তবে রাচিনের মতো ফিফটি মিস করেননি উইল ইয়াং, ৬ বাউন্ডারিতে পঞ্চাশ রান পূর্ণ করেন ৪৯ বলে। তিনে নামা মার্ক চাপম্যান হন ইয়াংয়ের দারুণ সঙ্গী। এই দুইয়ের ব্যাটে চড়ে সহজ জয়ের পথে এগোতে থাকে নিউজিল্যান্ড। ৮৭ রানের হার-না-মানা জুটিতে তারা বড় ব্যবধানে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৮৬ বল খেলা উইল ইয়াং অপরাজিত থাকেন ৯০ রানে। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে ২৯ রানের ইনিংস। ৩০০ বলের ইনিংসে ১৪২ বল হাতে রেখে নিউজিল্যান্ড ম্যাচ জিতল ৯ উইকেটে। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে আভিষ্কা ফার্নান্দো ছাড়া শ্রীলঙ্কার টপ অর্ডার হয়েছে পুরোপুরিভাবে ব্যর্থ। ওপেনার পাথুম নিসাঙ্কা ৯, তিনে নামা কুশল মেন্ডিস করেন ২। কামিন্দু মেন্ডিস ৯ বলে ৩ রান করলেও অধিনায়ক চারিথ আসালাঙ্কা হয়েছেন ডাক। দলীয় ২৩ রানে নেই শ্রীলঙ্কার ৪ উইকেট। 

এরপর অবশ্য আভিষ্কার সঙ্গে জুটি গড়ে দলকে স্বস্তি এনে দেন জানিথ লিয়ানাগে। ৫৪ বলে খেলেন ৩৬ রানের ইনিংস। এই জুটিতে রান যোগ হয় ৮৭। লিয়ানাগে ফেরার পরের ওভারে নেই আভিষ্কার উইকেট। ফিফটি হাঁকানো আভিষ্কা ফার্নান্দো প্যাভিলিয়নে ফিরে যান ব্যক্তিগত ৫৬ রানে। 

শেষ দিকে চামিন্দু বিক্রমাসিংহে ২২, ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩৩ বলে ৩৫ রান করে দলের সংগ্রহ দেড়শ ছাড়িয়ে নেন। লঙ্কান ব্যাটারদের মধ্যে এদিন কেবল ৪ জন ছুঁয়েছেন দুই অংকের ঘর, বাকিরা উইকেট দিয়েছেন সিঙ্গেল ডিজিটে থেকেই। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ১৭৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

বল হাতে লঙ্কানদের পেস আগুনে পুড়েছেন ম্যাট হেনরি। অভিজ্ঞ এই কিউই পেসার ১০ ওভারে মাত্র ১৯ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। এছাড়া জ্যাকব ডুফি ও নাথান স্মিথ দখলে নেন দু'টি করে উইকেট।  

Details Bottom
Details ad One
Details Two
Details Three