তোমাদের যা অবস্থা দেখেছি, তাতে আর রাজনীতিতে জড়ানোর ইচ্ছা নেই: আফ্রিদি
তোমাদের যা অবস্থা দেখেছি, তাতে আর রাজনীতিতে জড়ানোর ইচ্ছা নেই: আফ্রিদি
তোমাদের যা অবস্থা দেখেছি, তাতে আর রাজনীতিতে জড়ানোর ইচ্ছা নেই: আফ্রিদি
বিপিএলের কারণে বহু তারকা ক্রিকেটার এখন অবস্থান করছে বাংলাদেশে। কেউ খেলোয়াড় আবার কেউ মেন্টর। তবে সবার মধ্যেই আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি বাংলাদেশে এসেছেন চিটাগং কিংসের মেন্টর হয়ে। আফ্রিদি, মোহাম্মদ নবী ও তামিম ইকবাল সহ একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় আফ্রিদি, নবী, শাহীন আফ্রিদি ও তামিম ইকবাল আড্ডা দিচ্ছেন। খেলার মাঠ থেকে শুরু করে রাজনীতি সব বিষয়েই আলোচনা হয়েছে আড্ডাতে। তার'ই একপর্যায়ে তামিম আফ্রিদির কাছে জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কি না। পাকিস্তানের সাবেক অধিনায়ক জবাবে বললেন—তোমাদের অবস্থা যা দেখেছি, তাতে আর ইচ্ছা নেই।
এছাড়াও আরো কথা বলতে দেখা যায় আফ্রিদিকে। তামিমকে উদ্দেশ্য করে তিনি বলছিলেন, "১৯৯৭-৯৮ সালে প্রথম ঢাকা এসেছিলাম। যখন তোমাদের লিগ চলত।" তারপর এ প্রসঙ্গেই নবীকে তামিম বলেন, "আপনি (নবী) যখন খেলেছেন, তখন তো দর্শক ছিল না। তারা যখন খেলেছে, তখন গ্যালারিভর্তি দর্শক ছিল।"
সেই ভিডিওতে দেখা যায় তামিম কথা বলেছেন নিজের অবসর প্রসঙ্গেও। গণমাধ্যমে এখনে পরিস্কার ভাবে না বললেও আড্ডাতে ঠিক বলেছেন জাতীয় দলের হয়ে আর খেলবেন না তামিম। অবসর নিয়ে কথা বলেছেন ৪০ বছর বয়সী মোহাম্মদ নবী ও। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অবসর নেবেন এই আফগান অলরাউন্ডার।