১৫০ টাকায় সিলেটে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ
১৫০ টাকায় সিলেটে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ
১৫০ টাকায় সিলেটে দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ
মিরপুর হোম অব ক্রিকেটে প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ছয়টি ম্যাচ ডে'তে মাঠে গড়াবে মোট ১২টি ম্যাচ। বিপিএল টি-টোয়েন্টি মাঠে বসে দেখতে সিলেটের দর্শকের জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ২ হাজার ও সর্বনিম্ন ১৫০ টাকায় পাওয়া যাবে টিকিট। এক টিকিটেই দেখা যাবে দিনের দু'টি ম্যাচ।
লাক্কাতুরায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট সংলগ্ন টিকিট বুথ ছাড়াও সিলেট শহরের আরও দু'টি বুথে আজ থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু। ফিজিক্যাল টিকিট ক্রয়ের পাশাপাশি অনলাইন থেকে কেনা যাবে বিপিএলের সিলেট পর্বের টিকিট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের টিকিট কেনা যাবে অনলাইনে এই ঠিকানায়- https://www.gobcbticket.com.bd।
সিলেটের মাঠে বসে বিপিএল খেলা দেখতে দর্শকদের কাছে মোট ৭ ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ১৫০ টাকায় খেলা দেখা যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়াতে। সবচেয়ে বেশি ২ হাজার টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে। এছাড়া পূর্ব গ্যালারির মূল্য ঠিক করা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজ ৫০০ টাকা, জিরো ওয়েস্ট জোনের জন্য খরচ করতে হবে ৬০০ টাকা।
আগের সব আসরের মতো এবারও এক টিকেট দিয়ে দেখা যাবে প্রতি দিনের দুটি করে ম্যাচ। অনলাইনে টিকেট করার পর সেটির কপি প্রিন্ট করে সঙ্গে মাঠে নিয়ে এলেই চলবে, আলাদা করে সশরীরে টিকেট সংগ্রহ করার প্রয়োজন নেই।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের কোন গ্যালারির টিকিটের কত দাম-
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড- ১৫০ টাকা
পশ্চিম গ্যালারি- ১৫০ টাকা
গ্রিন হিল এরিয়া- ১৫০ টাকা
পূর্ব গ্যালারি- ২৫০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
জিরো ওয়েস্ট জোন- ৬০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ২০০০ টাকা।
সিলেট শহরের তিনটি বুথে আজ থেকে টিকিট বিক্রি শুরু-
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম- ৫ জানুয়ারি, বেলা ৩টা
সিলেট শিশু একাডেমি- ৫ জানুয়ারি, সকাল ১০টা
মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা- ৫ জানুয়ারি, সকাল ১০টা থেকে।