Image

মঈন খানের দাবি, ছেলে আজম খানের সাথে অন্যায় আচরণ করেছেন রমিজ রাজা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মঈন খানের দাবি, ছেলে আজম খানের সাথে অন্যায় আচরণ করেছেন রমিজ রাজা

মঈন খানের দাবি, ছেলে আজম খানের সাথে অন্যায় আচরণ করেছেন রমিজ রাজা

মঈন খানের দাবি, ছেলে আজম খানের সাথে অন্যায় আচরণ করেছেন রমিজ রাজা

পাকিস্তানের জাতীয় দলের সমালোচিত এক ক্রিকেটারের নাম আজম খান। আজম খানের ফিটনেস নিয়ে প্রায়শই তাকে বিতর্কের মুখে পড়তে হয়। তার বিরুদ্ধে আছে আরো গুরুতর অভিযোগ, বলা হয় তার বাবা মঈন খানের কারণেই পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন তিনি। মঈন খান ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তবে এবার ছেলের পাশে দাড়িয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন মঈন খান।

পাকিস্তান দলে খুব সহজেই সুযোগ পান নি আজম খান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নেয়া হয়েছিলো দলে। তবে খেলানো হয়েছে মাত্র ১ টি ম্যাচ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়ে যান তিনি। পরের ম্যাচেই বাদ হয় তাকে। আজম খানের বাবা মঈন খান মনে করেন, মাত্র ১ ম্যাচ খেলিয়ে যথেষ্ট সুযোগ দেয়া হয়নি আজমকে।

‘আমি পুরো বিশ্বকাপ এবং এর আগে হওয়া ম্যাচগুলি দেখেছি। দেখে মনে হয়েছিল আজমই উইকেটকিপিং এবং ব্যাটিংয়ের জন্য এক নম্বর পছন্দ। তারপর হঠাৎ করে মাত্র একটি ম্যাচের পরে পুরো কৌশল পরিবর্তন করা হয়েছিল। এক ম্যাচের পর উইকেটকিপিং করার সুযোগ দেওয়া হয়নি তাকে। প্রথম বলেই আউট হওয়ার পর বাদ পড়েন। অধিনায়ক বা ম্যানেজমেন্ট, যদি খেলোয়াড়দের এত দ্রুত পরিবর্তন করে তাহলে আমরা কীভাবে ভালো খেলোয়াড় তৈরি করতে পারি?’

২০২২ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দিয়ে মঈন আরও বলেন, ‘২০২২ বিশ্বকাপে, আজমকেও দলে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু রমিজ রাজা তাকে বাদ দিয়েছিলেন। সেই সময়, প্রধান নির্বাচক যদি ভুল নির্বাচন করে থাকেন তবে তাকে সরিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তাদের সাহস ছিল না। ফলস্বরূপ, তারা একজন তরুণ খেলোয়াড়কে হতাশ করেছিল।’

অবশ্য আজম খানের ফিটনেস নিয়ে দায় এড়াচ্ছেন না মঈন খান ও। তার মতে আজম খান এখন ফিটনেস ইস্যুতে প্রচুর পরিশ্রম করছে, ‘আমি বলছি না, সমস্ত দোষ টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের উপর বর্তায়; আজমেরও নিজস্ব ত্রুটি রয়েছে। তাকে শারীরিক এবং মানসিকভাবে নিজেকে শক্তিশালী করতে হবে। অন্যান্য ক্রীড়াবিদদের ফিটনেস রুটিন অনুসরণ করতে হবে। আমি লক্ষ্য করেছি সে তার ফিটনেস উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করছে।’

Details Bottom
Details ad One
Details Two
Details Three