Image

বছরের শেষ দিনে রংপুরের কাছে হারল আরিফুল হকের সিলেট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বছরের শেষ দিনে রংপুরের কাছে হারল আরিফুল হকের সিলেট

বছরের শেষ দিনে রংপুরের কাছে হারল আরিফুল হকের সিলেট

বছরের শেষ দিনে রংপুরের কাছে হারল আরিফুল হকের সিলেট

২০২৪ বছরের শেষ দিনে বিপিএল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৩৪ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। টানা দুই দিনে দুই জয় নিয়ে রংপুর এখন টেবিল টপার। ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে সিলেট করতে পারে কেবল ১২১ রান। 

এবারের বিপিএল শুরুর দুই দিনে দুই ম্যাচ খেলতে নেমে ব্যাক টু ব্যাক জয় নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। দাপুটে বোলিংয়ে সিলেটের ব্যাটিং অর্ডার গুঁড়িয়ে দেওয়া রাইডার্স পেসার নাহিদ রানা পেলেন ম্যাচ সেরার পুরস্কার। মাত্র ২৭ রান খরচায় রানা দখলে নেন সিলেটের ৪ উইকেট। 

মিরপুর হোম অব ক্রিকেটে ২০২৫ বিপিএলের ৪র্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ইনিংসের শুরুতে অবশ্য বিপাকে পড়ে রংপুর। অ্যালেক্স হেলস আজও হয়েছেন ব্যর্থ, উইকেট হারান কেবল ৬ রান করতেই। তিনে নামা সাইফ হাসান ৪ রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার স্টিভেন টেইলর ১৫ বল খেলে করেছেন ১২ রান। 

প্রথম পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা রংপুর এরপর অবশ্য স্বস্তি পায় দুই পাকিস্তানি তারকার ব্যাটে। ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ টেনে নিয়ে যান দলের সংগ্রহ। তবে ব্যক্তিগত ২১ রানে খুশদিল ফিরলেও সিলেটের বোলাররা থামাতে পারেননি ইফতিখারকে। তাকে দারুণভাবে সঙ্গ দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। মাত্র ২৪ বলে ৪১ রান তুলে বিদায় নেন ক্যাপ্টেন সোহান। 

ইফতিখার আহমেদ ৪৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মাঝে শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রানের ক্যামিও। 

১৫৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই কামরুল ইসলাম রাব্বির শিকার সিলেটের ওপেনার জর্জ মানসি। তবে রান পেয়েছেন আরেক ওপেনার রনি তালুকদার। তার ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। তিনে নামা জাকির হাসান করতে পারেন ১২ বলে ১৮। 

রনি আর জাকির ছাড়া এদিন সিলেটের ব্যাটারদের মধ্যে তিন অংকের রান ছুঁয়েছেন কেবল জাকের আলি অনিক। ৩৩ বল খেলে জাকের থামেন ২৪ রানে। বাকি ব্যাটাররা ব্যস্ত ছিলে উইকেটে আসা-যাওয়াতে। বল হাতে রংপুরের পেসার নাহিদ রানা একাই শিকার করেন ৪ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় নেন জোড়া উইকেট। খুশদিল শাহও স্পিন বিষে নীল করেছেন সিলেটের ব্যাটিং লাইনকে। 

শেষ অবদি ৯ উইকেট হারিয়ে ১২১ রানে থামে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। ৩৪ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রংপুর। পরপর দুই দিন তারা জিতল দুই ম্যাচ। গতকাল ঢাকা ক্যাপিটালসকে তারা হারায় ৪০ রানে। 

Details Bottom