চেন্নাইয়ে সকালে সেরা সেশন বাংলাদেশের
চেন্নাইয়ে সকালে সেরা সেশন বাংলাদেশের
চেন্নাইয়ে সকালে সেরা সেশন বাংলাদেশের
চেন্নাইয়ে বাংলাদেশময় এক সকাল। টেস্টের প্রথম দিনের শুরুর সেশনে কেবল বাংলাদেশেরই আধিপত্য। প্রথমে টসে জিতে নাজমুল হোসেন শান্তর বোলিং বেছে নেওয়া। এরপর বল হাতে নিয়ে রীতিমতো আগুন ঝরালেন হাসান মাহমুদ। সকালের প্রথম ঘন্টাতেই হাসান একে-একে শিকার করেন রোহিত-গিল-কোহলিকে। এরপর অবশ্য ইয়াশভি জাইসাওয়াল আর রিশাব পান্ট মিলে স্বস্তি ফেরান ভারতীয় ডাগআউটে। সেশনে খেলা হয়েছে কেবল ২৩ ওভার, যেখানে পেসাররাই করেছেন ২০ ওভার।
সকালে সেরা সেশন বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় চেন্নাইয়েও কাজে লাগালো নাজমুল হোসেন শান্তর দল। দিনের শুরুতেই বাংলাদেশকে উৎসবের উপলক্ষ এনে দেন হাসান মাহমুদ। একাই তিন উইকেট নিয়ে ভারতকে চরম বিপাকে ফেলে দেন। শেষপর্যন্ত ভারত প্রথম দিনের চা বিরতিতে গেল স্কোরবোর্ডে ৮৮ রান জমা করে। জাইসাওয়াল-পান্ট জুটি অপরাজিত থেকে মাঠ ছাড়েন। দিনের প্রথম ঘন্টায় বাংলাদেশ দাপট দেখালেও পরের ঘন্টায় দলকে রক্ষা করেন জাইসাওয়াল-পান্ট জুটি। অবিচ্ছিন্ন জুটিতে তাদের সংগ্রহ ৫৪।
তাসকিন আহমেদ, হাসান মাহমুদ জুটিতে বাংলাদেশের বোলিং শুরু। প্রথম কয়েক ওভার যেতেই বলে লাইন, লেন্থ খুঁজে পান হাসান। ইনিংসের ৬ষ্ঠ ওভারে এসে রোহিতকে ফিরিয়ে আঘাত শুরু করেন ভারতের ব্যাটিং লাইনে। পরপর তিন ওভারে হাসান মাহমুদ তুলে নেন রোহিত শর্মা, শুবমান গিল ও ভিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট।
৬ রানে থাকা রোহিতকে ক্যাচ বানান সেকেন্ড স্লিপে থাকা শান্তর বিশ্বস্ত হাতে। তিনে নামা শুবমান গিল হয়েছেন ডাক, ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। রোহিত, গিলের মতো ভিরাট কোহলিও হতাশ করেছেন ভারতীয় সমর্থকদের। হাসান মাহমুদের পেস সামলাতে ব্যর্থ কোহলি ক্যাচ দেন লিটন দাসের গ্লাভসে। রোহিতের সমান ৬ রান নিয়ে প্যাভিলিয়নের পথে হাটা ধরেন কোহলি। দলীয় ৩৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে চরম বিপাকে ভারত।
৬২৯ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা উইকেটকিপার ব্যাটার রিশাব পান্ট ভারতকে দিয়েছেন স্বস্তি। টিকে যাওয়া ওপেনার ইয়াশভি জাইসাওয়ালকে নিয়ে দলকে টানতে থাকেন বিপর্যয় থেকে। জাইসাওয়াল ৩৭, রিশাব পান্ট ৩৩ রান নিয়ে লাঞ্চের পর ফের ব্যাটিংয়ে নামবেন। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ভারতের রান ৩ উইকেটে ৮৮।