Image

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বিসিবি থেকে খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনের পদত্যাগ। সরকার পরিবর্তনের পর বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয়ের পর স্বেচ্ছায় পদত্যাগ করলেন সুজন। 

বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আজ বুধবার (১১ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি ক্রিকেট৯৭'কে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

এতোদিন খালেদ মাহমুদের অনেক পরিচয়ের একটি ছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক। আজ থেকে তিনি আর থাকছেন না এই পদে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে সরে দাঁড়ালেন। 

এর আগে আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় স্বেচ্ছায় পদত্যাগ করেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক জালাল ইউনুস এনএসসির অনুরোধ সরে দাঁড়িয়েছিলেন পরিচালকের পদ থেকে। এনএসসি মনোনীত আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম নিজ থেকে পদত্যাগ না করলেও এনএসসি তাঁর মনোনয়ন বাতিল করে বিসিবিতে নতুন পরিচালক দিয়েছে। এ দুজনের জায়গায় বিসিবির পরিচালক হন ফারুক আহেমদ ও নাজমুল আবেদীন ফাহিম।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক পরে বোর্ড পরিচালকদের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি নির্বাচিত হন। তার অধীনেই চলছে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three