Image

জাকের আলির তাণ্ডবের পর বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জাকের আলির তাণ্ডবের পর বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

জাকের আলির তাণ্ডবের পর বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

জাকের আলির তাণ্ডবের পর বোলিংয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

শেষ ম্যাচ জিতে স্বাগতিকদের বাংলাওয়াশ করার সুযোগ টাইগারদের। সেন্ট ভিনসেন্টে কি হ্যাটট্রিক জয়ের আশায় আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ পায় বড় সংগ্রহ। ওপেনার পারভেজ হোসেন ইমনের ৩৯ রানের পর ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে অপরাজিত ৭২ করে মাঠ ছাড়েন জাকের আলি। ১৯০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে বোলিংয়ে দারুণ শুরু বাংলাদেশের, শুরুর দুই ওভারেই তাসকিন-মেহেদীর শিকার দুই উইকেট। 

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার মিশনে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তুলেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৩ রান তুলেছে। যার পুরোটাই জাকের আলির অবদান। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন জাকের। বাংলাদেশকে এনে দেন রেকর্ড সংগ্রহ। পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে তাসকিন আহমেদের দ্বিতীয় ডেলিভারিতেই উইকেট হারান ব্র্যান্ডন কিং। 

বল হাতে দুর্দান্ত শুরু বাংলাদেশের। পরের ওভারে শেখ মেহেদী হাসানও উইকেট উদযাপনের সুযোগ এনে দেন দলকে। লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ক্যাচ হন ৬ রানে থাকা জাস্টিন গ্রিভস। ওয়েস্ট ইন্ডিজ ২ ওভারে ২ উইকেটে ৭ রান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের দল এগিয়ে ২-০ ব্যবধানে। ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের বদলা নেওয়ার সহজ সুযোগ বাংলাদেশের সামনে। জিততে হলে এই মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আজকেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৮৯ রান তুলেছে বাংলাদেশ। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three