আকসু বিতর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন সাইফ হাসান

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
আকসু বিতর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন সাইফ হাসান

আকসু বিতর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন সাইফ হাসান

আকসু বিতর্কে ব্যক্তিগত অভিজ্ঞতা জানালেন সাইফ হাসান

মাঠের লড়াইয়ের চেয়েও কখনো কখনো মাঠের বাইরের চাপ একজন ক্রিকেটারের জন্য বড় হয়ে ওঠে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেই অভিজ্ঞতার কথাই সামনে আনলেন ঢাকা ক্যাপিটালসের ব্যাটার সাইফ হাসান। বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট (আকসু) নিয়ে চলমান বিতর্কের মাঝে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানালেন, এই হস্তক্ষেপ তার মানসিক অবস্থার পাশাপাশি খেলাতেও প্রভাব ফেলেছে।

বিপিএলে আকসুর ভূমিকা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। এর আগে সংবাদ সম্মেলন করে আকসুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির দাবি ছিল, নিয়মনীতি না মেনেই কাজ করছে আকসু। পরে বিসিবি এক বিবৃতিতে জানায়, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং কয়েকজন বিদেশি খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলা হয়েছে। এবার সেই বিতর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাইফ হাসান।

সংবাদ সম্মেলনে আকসুর সন্দেহের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সাইফ জানান, পারফরম্যান্সে ছন্দ না পাওয়াটাই তাকে নজরদারির মধ্যে ফেলেছে। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন,"প্রথম দুই তিন ম্যাচ যখন ক্লিক করিনি, স্বাভাবিকভাবে ওদের (আকসু) কাছে লাগছে যে আমার পারফরম্যান্সটা ম্যাচ হচ্ছে না গত বছরের তুলনায়। মানে গত বছর আমি যেভাবে খেলেছি। তো ওদের কাছে জিনিসটা স্বাভাবিক লাগেনি। ওরা এসে হুট করে চার্জ করছে।"
আকসুর আচরণ যে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেটিও খোলাখুলি স্বীকার করেন এই ডানহাতি ব্যাটার। নিজের অনুভূতির কথা জানিয়ে সাইফ বলেন,"জিনিসটা আমারও ভালো লাগেনি। আমি বিরক্ত হয়েছি। কারণ আমি এটার জন্য ক্রিকেট খেলি না। আমি আমার প্যাশন নিয়ে ক্রিকেট খেলি। আর আমার পারিবারের ব্যাকগ্রাউন্ডও ওরকম না। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক বিরক্ত হয়েছি,"

এই মানসিক চাপ যে মাঠের পারফরম্যান্সেও ছাপ ফেলেছে, তা অস্বীকার করেননি সাইফ হাসান। আকসুর সঙ্গে ঘটনার পরের ম্যাচগুলো নিয়ে তিনি বলেন,"একটু তো বিরক্ত হতে পারে। কারণ ওটার পরপর যে দুই তিনটা ম্যাচ ধরেন, স্বাভাবিক হতেই পারে যে মনের ভেতর কাজ করবে আমি কি করছি, না করছি, এটা কি হচ্ছে, কি ভাবতেছে।"