সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা

সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা

সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা

লম্বা সময় নীরব থাকা ব্যাট হঠাৎ করেই কথা বলল বড় মঞ্চে। ব্যর্থতার ভার, সমালোচনার চাপ সবকিছু ঝেড়ে ফেলে নিজের দিনে ফিরলেন সাইফ হাসান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার ঝলমলে ফিফটিই ঢাকার জয় এনে দেওয়ার পাশাপাশি বদলে দিল ম্যাচের গল্প।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ১৯.৫ ওভারে অলআউট হয় ১৭০ রানে। জবাবে ১৯.৪ ওভার খেলে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

এই ম্যাচের আগে প্রথম আট ইনিংসে সাইফ হাসানের ব্যাট থেকে এসেছিল মোটে ৬০ রান। জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর ফর্ম হারানো এই ব্যাটারকে নিয়ে প্রশ্ন বাড়ছিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সব জবাব ব্যাটেই দিয়েছেন তিনি।

রংপুর রাইডার্সের সঙ্গে সমান পয়েন্ট থাকলেও রান রেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম তুলনামূলক স্বস্তিতেই ছিল। ঢাকার বিপক্ষে বড় ব্যবধানে হার এড়াতে পারলেই কোয়ালিফায়ার নিশ্চিত ছিল তাদের। মাঝপথে কিছুটা চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি রয়্যালসরা।

১৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামের প্রয়োজন ছিল অন্তত ৭৭ রান করে ব্যবধান সীমিত রাখা। কিন্তু তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতই বিপর্যয়ে পড়ে দলটি। নির্ধারিত লক্ষ্য পূরণের আগেই ৭ উইকেট হারায় তারা। শেষদিকে পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালের ক্যামিও ইনিংসই শুধু হারের ব্যবধান কিছুটা কমাতে পারে।

আমের জামাল ২৬ বলে ৪২ রান করেন, তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। ১০ নম্বরে নেমে শরিফুল ইসলাম অপরাজিত ১৪ রান করেন দুটি ছক্কায়। ঢাকার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাইফউদ্দিন ২০ রানে ৪ উইকেট। তাসকিন নেন ৩ উইকেট, খরচ করেন ২৮ রান।

এর আগে ঢাকার ইনিংসেও শুরুতে ধাক্কা আসে। ওপেনার উসমান খান ২৫ রানে ফিরলেও জুবাইদ আকবরির সঙ্গে ৯০ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন সাইফ হাসান। সেই সময় ঢাকার স্কোরবোর্ড দ্রুত এগোতে থাকে।

তবে আকবরির বিদায়ের পর হঠাৎ করেই ছন্দ হারায় ক্যাপিটালস। আফগান ব্যাটার ২৯ রানে তানভীর ইসলামের শিকার হন। ৪৪ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৭৩ রানের কার্যকর ইনিংস খেলেন সাইফ।

শেষদিকে কেউই বড় ইনিংস খেলতে না পারায় ২০ ওভার পূর্ণ করার আগেই গুটিয়ে যায় ঢাকার ইনিংস। চট্টগ্রামের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানভীর ইসলাম ২৫ রানে ৩ উইকেট। শরিফুল ইসলাম ও আমির জামাল নেন দুটি করে উইকেট।