টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচে মিরাজ
-
1
অ্যাশেজের বাকি দুই টেস্টে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, নেই কামিন্স-লায়ন
-
2
এক ওভারে পাঁচ উইকেট: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন ইন্দোনেশিয়ার প্রিয়ানদানা
-
3
রশিদ খানের বুলেটপ্রুফ জীবন: নিজের দেশে খেলতে না পারার গল্প
-
4
ভারতের বিপক্ষে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলে প্রথমবার ডাক জেডেন লেনক্সের
-
5
সিলেট টাইটান্সের নতুন আশা, এবার কিন্তু অইজিবো মানসিকতা
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচে মিরাজ
টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচে মিরাজ
বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন। দুই ধাপ এগিয়ে মিরাজ এখন পঞ্চম স্থানে। আর বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নিলেন জাসপ্রীত বুমরাহ। ব্যাটিং র্যাংকিংয়ে পিছিয়ে গেলেও বোলিং র্যাংকিংয়ে এগিয়ে গেছেন সাকিব আল হাসান।
আইসিসির প্রকাশিত সবশেষ টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আল হাসান আছেন তার আগের অবস্থান তিন নম্বরে। তবে সেরা পাঁচে ঢুকে গেছেন আরেক বাংলাদেশি তারকা মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারসেরা ২৭২ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে মিরাজ এখন পাঁচে।
তবে ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের একের পর এক অবনতি। উইকেটকিপার ব্যাটার লিটন দাস ২০ থেকে সাত ধাপ পিছিয়ে এখন ২৭ নম্বরে। ১ ধাপ পিছিয়ে মুশফিকুর রহিমের অবস্থান এখন ২৪তম। তবে কানপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুমিনুল হক দিয়েছেন বড় লাফ, ১৬ ধাপ এগিয়ে তার বর্তমান র্যাংকিং এখন ৪২তম।
অবনতি হয়েছে ব্যাটার সাকিব আল হাসানেরও। ৮ ধাপ পিছিয়ে ৫১ নম্বরে আছেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য এগিয়েছেন আরও দুই ধাপ, এগিয়ে উঠেছেন ৪৭ নম্বরে। ব্যাটিং র্যাংকিংয়ে পিছিয়ে গেলেও বোলিং র্যাংকিংয়ে এগিয়ে গেছেন সাকিব। ৫ ধাপ এগিয়ে সাকিবের অবস্থান এখন ২৮তম।
টেস্ট ক্রিকেটে আবার বিশ্বের সেরা বোলার জাসপ্রীত বুমরাহ, টপকে গেলেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিনকে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভাল বল করার পুরস্কার পেলেন বুমরাহ। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ আছেন তালিকার সেরা বিশে। ৪ ধাপ এগিয়ে মিরাজ এখন ১৮ নম্বরে। তবে পিছিয়ে গেছেন তাইজুল ইসলাম।
