Image

প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার

প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার

প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট কনফার্ম দক্ষিণ আফ্রিকার

সুপারস্পোর্ট পার্কে পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার রোমাঞ্চকর জয়। আর তাতেই লর্ডসে ২০২৫ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম দল প্রোটিয়ারা। সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে দুই উইকেটের নাটকীয় জয়ের মাধ্যমে ফাইনালের টিকিট হাতে পেল টেম্বা বাভুমার দল। 

সেঞ্চুরিয়নে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে জুনে লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা তাদের স্থান দখল করেছে। রাবাদা-জানসেন জুটি গড়ে পাকিস্তানকে অবিশ্বাস্যভাবে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলল দলকে। 

ঘরের মাঠে পাকিস্তানের কাছে একটা সময়ে হারতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে দাঁতে দাঁত চাপা লড়াই করেন মার্কো জানসেন এবং কাগিসো রাবাদাঁ। ৫১ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়ে দেন এই দুই লোয়ার অর্ডার ব্যাটার। 

সেঞ্চুরিয়ন টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো এই ফাইনালে খেলবে তারা। দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কে হবে, সেই লড়াইয়ে আছে ভারত, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three