Image

আফগানিস্তানের রেকর্ড ২৩১ রানের ইনিংস খেলে অপরাজিত রহমত শাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আফগানিস্তানের রেকর্ড ২৩১ রানের ইনিংস খেলে অপরাজিত রহমত শাহ

আফগানিস্তানের রেকর্ড ২৩১ রানের ইনিংস খেলে অপরাজিত রহমত শাহ

আফগানিস্তানের রেকর্ড ২৩১ রানের ইনিংস খেলে অপরাজিত রহমত শাহ

রহমত শাহ এর ডাবল সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ৪২৫ রান করে তৃতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের দেয়া ৫৮৬ রানের জবাবে এখনো ১৬১ রানে পিছিয়ে আফগানিস্তান। 

বুলাওয়েতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ রান করে ত্রেভর গোয়ানডুর বলে ফেরেন সেদিকউল্লাহ অটল। দলীয় ৬৪ ও ব্যাক্তিগত ২৩ রানে ব্লেসিং মুজারাবানির বলে আউট হন আব্দুল মালিক। ৬৪ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক ভাবে চাপে পড়ে আফগানিস্তান। 

তবে তৃতীয় দিনের পুরোটা সময় আর কোনো উইকেট পড়েনি আফগানদের। জিম্বাবুয়ের বোলাররা শত চেষ্টা করেও তা দিনশেষে ব্যর্থতায় রূপ নেয়। তৃতীয় উইকেটে অপরাজিত ৩৬১ রান করে দিন শেষ করেন দুই ব্যাটার রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহীদি। 

সেঞ্চুরি হাঁকানোর পর ডাবল সেঞ্চুরির ও দেখা পেয়ে যান রহমত শাহ। ৪১৬ বলে ২৩১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিলো ২৩ টি চার ও ৩ টি ছক্কার মার।

অন্যদিকে সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক শহীদি ও। ২৭৬ বলে ১৪১ রানে অপরাজিত আছেন তিনি। তিনি মেরেছেন ১৬ টি চার। চতুর্থ দিন ও আবার ব্যাটিং শুরু করবেন এই দুই ব্যাটার।

জিম্বাবুয়ের হয়ে ২ টি উইকেটের ১ টি নেন ব্লেসিং মুজারাবানি অন্যটি নেন ত্রেভর গোয়ানডু।

Details Bottom
Details ad One
Details Two
Details Three