Image

বাংলাদেশের প্রশংসা করার সাথে আফ্রিদির না থাকার কারণ জানালেন গিলেস্পি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের প্রশংসা করার সাথে আফ্রিদির না থাকার কারণ জানালেন গিলেস্পি

বাংলাদেশের প্রশংসা করার সাথে আফ্রিদির না থাকার কারণ জানালেন গিলেস্পি

বাংলাদেশের প্রশংসা করার সাথে আফ্রিদির না থাকার কারণ জানালেন গিলেস্পি

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে নিজেদের মাঠে খেলার সুবিধা নিতে পারেনি স্বাভাবিক পাকিস্তান। পিচ কন্ডিশন বুঝতে পারেনি, চার পেসার নিয়ে খেলানোর পরিকল্পনা কাজে লাগেনি। এসব নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। তবে আগামীকাল দ্বিতীয় টেস্টে কন্ডিশন বিবেচনা করে একাদশ সাজিয়ে মাঠে নামতে চায় পাকিস্তান। 

পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে জানিয়েছেন সকাল পর্যন্ত অপেক্ষা করে কন্ডিশন বুঝে একাদশ সাজাবে পাকিস্তান। 
 
"আমরা অবশ্যই কন্ডিশন বিবেচনা করব। প্রথম টেস্টে আমরা কন্ডিশন অনুযায়ী খেলতে পারিনি। এটা মেনে নেওয়ার মতো নয়। আমাদের আরও ভালো খেলতেই হবে। আমাদের প্রতিপক্ষ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। ক’দিন পরপরই ওদের সাথে খেলি। তারা কীভাবে খেলবে তা তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের খেলা। আবহাওয়ার কারণে আমরা গত কয়দিন উইকেট দেখতে পারিনি। এ কারণে একাদশ না দিয়ে দ্বাদশ দিয়েছি। আমরা তাই সকাল পর্যন্ত দেখতে চাই। যাতে বাংলাদেশের ২০ উইকেট শিকার করার জন্য সেরা সিদ্ধান্তটা আমরা নিতে পারি।"

প্রথম টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়েই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন পাকিস্তানের টেস্ট বলের অধিনায়ক শান মাসুদ। যা স্পষ্টই ভুল সিন্ধান্ত ছিলো। এ নিয়ে সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়তে হয়েছে শান মাসুদকে। তবে কোচ গিলেস্পি অধিনায়কের পক্ষ নিয়ে বললেন,

"শান ইতিবাচক একজন অধিনায়ক। আমরা ম্যাচ জিততে চাই। প্রথম টেস্টে আমাদের পরিকল্পনা কাজে আসেনি। এর পুরো কৃতিত্ব বাংলাদেশকে দিতে হবে। ম্যাচ জিততে আমাদের কী কী করা উচিৎ আমরা দেখব। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, অন্যদিকে বাংলাদেশ ভালো খেলেছে। তবে ম্যাচ জুড়ে আমাদের চেষ্টা ছিল জয় ছিনিয়ে আনার। আমরা জানি, আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি।"

পাকিস্তানের প্রস্তুতির কারণে গিলেস্পি জানালেন, "আমাদের প্রস্তুতি ভালো। যদিও আবহাওয়ার কারণে সেভাবে অনুশীলন করতে পারিনি। প্রথম টেস্টের হারে আমরা অবশ্যই হতাশ। সেটা নিয়ে পর্যালোচনা করে শিক্ষা নিয়ে আমরা ম্যাচটা পেরিয়ে এসেছি। ম্যাচটা এখন অতীত। ঐ হার দিয়ে এখন আমাদের কোনো কাজ নেই। এখন আমাদের মনোযোগ কাল থেকে শুরু হতে যাওয়া ম্যাচে। আশা করি ভুল থেকে নেওয়া শিক্ষা এই ম্যাচে কাজে লাগাতে পারব। ছেলেরা মুখিয়ে আছে। আমরা জানি এটা অনেক চ্যালেঞ্জ হবে, তবে ছেলেরা প্রস্তুত। তাদের প্রচেষ্টাকে স্বাগত জানাই।"

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। তবে দ্বিতীয় টেস্টে বাদ পড়েছেন তিনি। ভবিষ্যতের জন্য শাহীনকে শুভকামনা জানিয়ে কোচ গিলেস্পি বলেন,

"শাহীন এই ম্যাচে নেই। ওর সাথে আমার কথা হয়েছে। সে পুরো বিষয়টি বুঝতে পারছে। যে ভাবনায় তাকে বাইরে রাখা হয়েছে শাহীন একে সমর্থন করেছে। আমরা সেরা কম্বিনেশন সাজাতে চাই। শাহীনের গত সপ্তাহটা বেশ রোমাঞ্চকর। সে মাত্র বাবা হয়েছে। আমরা অন্য কাউকে খেলার সুযোগ দিলে শাহীনও তার পরিবারের কাছে যাওয়ার সুযোগ পাবে। সে তার বোলিং নিয়ে কাজ করছে যাতে আরও কার্যকরী হতে পারে। সামনে তিন ফরম্যাটে অনেক খেলা। আগামী ৬ মাস তাকে বড় ভূমিকা পালন করতে হবে। শাহীনের জন্য আমাদের শুভকামনা।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three