Image

কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ আর্টস হলেন মঈন আলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ আর্টস হলেন মঈন আলি

কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ আর্টস হলেন মঈন আলি

কভেন্ট্রি ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টর অফ আর্টস হলেন মঈন আলি

ইংলিশ ক্রিকেটে এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ মঈন আলিকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়। মঈন আলির হাতে সোমবার কভেন্ট্রি ক্যাথেড্রালের একটি স্নাতক অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। 

মঈন আলির বর্নিল ক্যারিয়ায়ে রয়েছে অনেক অর্জন। ইংল্যান্ডের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ। ২০১৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল মঈনের। পরের বছরগুলিতে এই অলরাউন্ডার সব ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে খেলেছেন।

ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর মঈন বলেছেন, "কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি কাটানো দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে, তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে। এটাই খেলাধুলার সাফল্য।"

কভেন্ট্রি ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর জন ল্যাথাম সিভি বলেন, "ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলিকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।"

মঈন আলি তার আন্তজার্তিক ক্যারিয়ারে মোট ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে আর ৯২টি টি-টোয়েন্টি খেলেছেন। গত সেপ্টেম্বরে বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three