Image

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা কামিন্দু

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা কামিন্দু

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা কামিন্দু

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা কামিন্দু

সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস এবং সেরা নারী ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।

২৬ বছর বয়সী কামিন্দু টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন।ইংল্যান্ডে গুরুত্বপূর্ণ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ এবং পরবর্তীতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে গত মাসে  চারটি টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন।

আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ হয়ে কামিন্দু মেন্ডিস বলেন, "আমি আবারও আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হতে পেরে গর্বিত।  এই পুরষ্কার আমার জন্য প্রচুর আনন্দ এবং গর্ব নিয়ে আসে কারণ আমি বিশ্বাস করি কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছি।"

তিনি আরো বলেন, "এই স্বীকৃতি আমাকে ক্রিকেটের মাঠে ভাল পারফরম্যান্স চালিয়ে যেতে এবং আরও বড় অর্জনের জন্য শক্তি দেয়। একইভাবে আমার দলকে ম্যাচ জিততে এবং আমাদের দেশের গৌরব এবং আমাদের সমর্থকদের জন্য আনন্দ আনতে সাহায্য করে।"

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করেছে ট্যামি বিউমন্ট। আয়ারল্যান্ডের অ্যামি ম্যাগুইরে এবং সংযুক্ত আরব আমিরাতের এশা ওজাকে পেছনে ফেলে তিনি সেরা নারী খেলোয়াড় হয়েছেন।

বিউমন্ট আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ২৭৯ রান করেন। ১৩৯ বলে করেন ১৫০ রান করে। আরেকটি ওয়ানতে করেন অর্ধশতক।  টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচে করেছিলেন ২৭ এবং ৪০ রান। 

পুরষ্কার জয়ের প্রতিক্রিয়ায়  ট্যামি বিউমন্ট বলেন, "সেপ্টেম্বরের আইসিসি নারী খেলোয়াড় হিসাবে যারা আমাকে ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি নিজে দেখেছি আয়ারল্যান্ডের হয়ে এমি ম্যাগুয়ার কতটা ভালো বোলিং করেছে এবং সে মনোনয়ন পাওয়ার যোগ্য। এশা ওজাকেও অভিনন্দন।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three