মুমিনুল-শাহাদাত দিপুর লড়াই থামিয়ে দিল অ্যান্টিগার বৃষ্টি
মুমিনুল-শাহাদাত দিপুর লড়াই থামিয়ে দিল অ্যান্টিগার বৃষ্টি
মুমিনুল-শাহাদাত দিপুর লড়াই থামিয়ে দিল অ্যান্টিগার বৃষ্টি
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে গা গরমের ম্যাচে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। দারুণ শুরুর ইঙ্গিত দিলেও রীতিমতো ব্যর্থতায় ডুবে বাংলাদেশের ওপেনাররা। দলীয় ৩৮ রানে দুই ওপেনারকে হারানোর পর মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে স্বস্তি ফেরে বাংলাদেশের প্যাভিলিয়নে। স্কোরবোর্ডে দুই উইকেটে ৬২ নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ, ব্যাটিংয়ে মুমিনুল-শাহাদাত।
১৪ ওভারে বাংলাদেশের রান যখন ২ উইকেটে ৬২, বৃষ্টির হানা অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে। আর তাতেই বন্ধ হয়ে যায় খেলা, কাভার দিয়ে ঢাকা হয় উইকেট এরিয়া। পরে অবশ্য বৃষ্টি বন্ধ হলে গ্রাউন্ডসম্যানরা আউটফিল্ড তৈরির কাজে নেমে পড়েন। মুমিনুল হক ২৫ বল খেলে ১২*, শাহাদাত হোসেন দিপু অপরাজিত আছেন ১৩ বলে ১৫ রানে। মুমিনুল বেশ দেখে-শুনে ব্যাট চালালেও শাহাদাত দিপু ব্যাট করছেন একশোর বেশি স্ট্রাইকরেটে।
বাংলাদেশের লাল বলের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ সফরে। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগাতে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ, স্কোয়াডের প্রায় সব ক্রিকেটারই খেলছেন এই ম্যাচ। মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের ওপেনিং জুটিতে আসে কেবল ২৯ রান। বেশিদূর ইনিংস টেনে নিয়ে যেতে পারলেন না জয়। দ্রুত বিদায় নিয়েছেন আরেক ওপেনার জাকির হাসানও।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। ৩ ওভারেই বাংলাদেশের স্কোরবোর্ডে আসে ২০ রান। তবে ৫.২ ওভারের বেশি খেলতে পারেনি এই উদ্বোধনী জুটি। ২৯ রানের জুটি ভাঙে ৮ রানে থাকা জয়ের বিদায়ে। তিনে নামা মুমিনুল হক অবশ্য বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন, ইঙ্গিত দেন দাপুটে ব্যাটিংয়ের।
দলীয় ২৯ রানে মাহমুদুল হাসান জয়, এরপর ৩৮ রানের সময় উইকেট হারান আরেক ওপেনার জাকির হাসান। ৩৪ বল খেলে ১৫ রান করা জাকির শিকার হয়েছেন ম্যাকঅ্যালিস্টারের। শুরুর ১০ ওভার শেষের আগেই দুই ওপেনারকে হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ। মুমিনুল হককে সঙ্গ দিতে নামলেন শাহাদাত হোসেন দিপু। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে ছিটকে যাওয়ায় এই সফরে যুক্ত হয়েছেন দিপু।