Image

সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সবার আগে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসনকে অধিনায়ক মনোনীত করে নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলে নেই অ্যাডাম মিলনে, একই কারণে বাদ পড়েছেন তারকা পেসার কাইল জেমিসনও। 

২০-ওভারের বিশ্বকাপের নবম সংস্করণের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট ১৫- খেলোয়াড়ের দল ঘোষণা করেছে। ব্ল্যাক ক্যাপস একটি অভিজ্ঞ দল বেছে নিয়েছে, যার মধ্যে উইলিয়ামসন এবং ফাস্ট বোলিং জুটি টিম সাউদি-ট্রেন্ট বোল্ট রয়েছে। এটি উইলিয়ামসনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ এবং অধিনায়ক হিসাবে চতুর্থ উপস্থিতি হবে।

নিউজিল্যান্ডের স্কোয়াডে কোনও বড় চমক নেই, পেসার কাইল জেমিসন এবং অলরাউন্ডার অ্যাডাম মিলনে (গোড়ালি) ইনজুরির কারণে দলে ডাক পাননি। উইল ও'রোর্ক, টম ল্যাথাম, টিম সেইফার্ট এবং উইল ইয়াংরাও হারিয়েছেন জায়গা।

আসন্ন বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচ ৭ জুন গায়ানায় আফগানিস্তানের বিরুদ্ধে। গ্রুপ 'সি'তে তারা প্রতিপক্ষ হিসাবে পাবে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনিকে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।
ভ্রমণ রিজার্ভ: বেন সিয়ার্স।

Details Bottom
Details ad One
Details Two
Details Three